Advertisement
Us Bangla Airlines
ডিপিএলের অনিয়মে বিসিবির চাকরি ছাড়বেন আম্পায়ার সৈকত!

ডিপিএলের অনিয়মে বিসিবির চাকরি ছাড়বেন আম্পায়ার সৈকত!

খেলা ডেস্ক

২৩ এপ্রিল ২০২৫, ১২:১৬

আইসিসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে জায়গা পেয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তীক্ষ্ণ দৃষ্টি আর নিখুঁত আম্পায়ারিংয়ের বড় বড় সিরিজেও ডাক পাচ্ছেন এই বাংলাদেশি। গেল বছর দক্ষিণ আফ্রিকা সিরিজে নির্ভুল সিদ্ধান্তের জন্য বেশ প্রশংসা কুড়িয়েছেন শরফুদ্দৌলা।

অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার সিরিজেও ডাক পেয়েছেন এই আম্পায়ার। সেই সিরিজে প্রযুক্তি জ্ঞানকে তোয়াক্কা না করে জাসওয়ালকে আউট দেওয়ায় বেশ আলোচনায় ছিলেন তিনি। এছাড়া ভারত-ইংল্যান্ড সিরিজ, চ্যাম্পিয়নস ট্রফি, সব ফরম্যাটের বিশ্বকাপেও আম্পায়ারিং করেছেন শরফুদ্দৌলা।

হৃদয়কে খেলাতেই ডিপিএলের মাঝপথে নিয়মের পরিবর্তন!

আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়ানো এই আম্পায়ারের সঙ্গে ডিপিএলে বাজে আচরণ করেছেন মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়। ম্যাচ শেষে আম্পায়ারদের নিয়ে অশোভন মন্তব্যও করেছেন এই তরুণ ক্রিকেটার। তাতে হৃদয়কে ২ ম্যাচ নিষিদ্ধ এবং ৮০ হাজার টাকা জরিমানা করে ম্যাচের রেফারি।

ক্ষমতার প্রভাব খাটিয়ে সেই হৃদয়ের শাস্তি কমিয়ে আনে মোহামেডান। এমনকি হৃদয়কে খেলাতে ডিপিএলের মাঝেই নিয়মের পরিবর্তন আনা হয়। সিসিডিএমের এমন সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধই হয়েছেন দেশসেরা আম্পায়ার শরফুদ্দৌলা। ফলে ক্রিকেট বোর্ডের কাছে চাকরি ছাড়তে চেয়ে পত্র দিয়েছেন বলেও জানা গিয়েছে।

ডিপিএলে নিষিদ্ধ হলেন হৃদয়, জরিমানার কবলে এবাদত

বিসিবির এক সূত্রে এ তথ্য জানা গেছে। তবে এ বিষয়ে মিডিয়ার কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এখনোনি বিস্তারিত কিছু জানাননি। এমনকি চাকরি ছাড়ার বিষয়ে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজনের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সদুত্তর দিতে পারেননি।

প্রসঙ্গত, বিসিবির কোড অব কনডাক্ট অনুযায়ী ৪ থেকে ৭ ডিমেরিট পয়েন্টের জন্য ক্রিকেটারদের ২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হবে। ৭টি ডিমেরিট পয়েন্ট পেয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন হৃদয়। কিন্তু এর মাঝে ৪-৭ ডিমেরিট পয়েন্টের জন্য ক্রিকেটারদের ১ ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়ার নিয়ম করা হয়। তাতেই হৃদয়ের নিষেধাজ্ঞা এক ম্যাচ কমে যায়। 

এমআই