
থাইল্যান্ডের হাতে জ্যোতিদের ভাগ্য, সামনে যে সমীকরণ
খেলা ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫, ১৯:২৪
চীনের দুঃখ যদি হয় হুয়াংহো নদী, তবে বাংলাদেশ মেয়েদের দুঃখ ওয়েস্ট ইন্ডিজ। সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ ছিল জ্যোতিদের সামনে। সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল ক্যারিবিয়ান নারীরা। এরপর বাছাইপর্বে টানা ৩ ম্যাচ জিতেছিল বাংলাদেশ। আরেকটি ম্যাচ জিতলেই সরাসরি বিশ্বকাপ। সেখানেও বাধা হয়ে দাঁড়ালো ক্যারিবিয়ানরা।
বাছাইপর্বে বাংলাদেশ নারী দলকে ৩ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে জ্যোতিদের বিশ্বকাপে খেলার স্বপ্ন জটিল হয়ে ওঠেছে। সমীকরণকে আজ আরও জটিল করে দিয়েছে পাকিস্তান। বাংলাদেশকে নিজেদের মাটিতে ৭ উইকেটে হারিয়েছে ফাতিমা সানার দল। তাতে জ্যোতিদের বিশ্বকাপ ভাগ্য এখন থাই নারীদের হাতে।
বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যে সমীকরণ
উইন্ডিজ নারীদের বিপক্ষে ১৬৬ রান করেছে থাইল্যান্ড। মাঝারি এই সংগ্রহ ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা যদি ১০.১ ওভার বা ৬১ বলের মাঝে পার করতে না পারে, তবে বিশ্বকাপে চলে যাবে বাংলাদেশ। এক্ষেত্রে খানিক জটিলতাও আছে। ১৬৬ রানের পর যদি ছক্কা হাঁকিয়ে ১৭২ রান পর্যন্ত স্কোর নেয়া যায়, তবে ক্যারিবিয়ান নারীরা সময় পাবে ১০ দশমিক ৪ ওভার পর্যন্ত।
অর্থাৎ, ওয়েস্ট ইন্ডিজ ১০ ওভারের মাঝে ১৬৭ রান স্পর্শ করতে না পারলে বাংলাদেশ যাবে বিশ্বকাপে। অন্যথায়, ক্যারিবিয়ান মেয়েরাই হাতে পাবে বিশ্বকাপের টিকিট।
পাকিস্তানের বিপক্ষে হারের পর বাংলাদেশের নেট রানরেট নেমে এসেছে ০.৬৪–এ। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের রানরেট এখন -০.২৮। বিশ্বকাপে খেলতে ওয়েস্ট ইন্ডিজকে এই ম্যাচে কেবল জয় পেলেই হবে না, বাংলাদেশকে টপকাতে হবে রানরেটের দিক থেকেও। আর সেই কাজটাই কঠিন হতে যাচ্ছে ক্যারিবিয়ান নারীদের জন্য।
এমআই