Advertisement
Us Bangla Airlines
রিশাদকে নিয়ে যে বার্তা দিলেন শাহিন আফ্রিদি

রিশাদকে নিয়ে যে বার্তা দিলেন শাহিন আফ্রিদি

খেলা ডেস্ক

২৩ এপ্রিল ২০২৫, ১৭:০১

দিনটা ভালো ছিল না রিশাদের জন্য। গতকাল মুলতান সুলতানসের বিপক্ষে ২ উইকেট পেলেও বেশ খরুচে ছিলেন এই বোলার। ৪ ওভারে বিলিয়েছেন ৪৫ রান। দলের প্রয়োজনের দিনে ব্যাটিংয়ে রিশাদকে প্রমোশন দেওয়া হলেও সেটা কাজে লাগাতে পারেননি বাংলাদেশি অলরাউন্ডার।

ব্যাট হাতে ৪ বলে মাত্র ২ রান করেছেন তিনি। আত্মবিশ্বাসের অভাবেই যেন উইকেট বিলিয়েছেন বাংলাদেশি ব্যাটার। গুড লেন্থে পড়া বলটার ওপর চোখ রাখলে অনায়াসে ছক্কা হাঁকানোর কথা। সেটাকেই উইকেটে পরিণত করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

বল হাতে বাজিমাত, তিন ম্যাচেই শীর্ষে রিশাদ হোসেন

বুধবার পিএসএলে মুলতানের মাঠে নাকানি চুবানি খাওয়ার দিনে লাহোর হেরেছে ৩৩ রানে। ৫ উইকেট হারিয়ে মুলতান এনেছিল ২২৮ রানের পুঁজি। তার জবাবে ১৯৫ রানে থামে লাহোর। ব্যর্থতার দোলাচলে টাইগার স্পিনারের ওপর আস্থা হারাননি শাহিন।

ম্যাচ শেষে লাহোরের অধিনায়ক শুনিয়েছেন ফেরার প্রত্যয়, ‘সত্যি বল, বোলারদের জন্য একটি বাজে দিন ছিল। তবে তরুণরা হাল ধরেছিল। দলকে সামনে এগিয়ে নিতে এটা ভালো দিক। টুর্নামেন্টের শুরুর দিক এখন। আত্মবিশ্বাস আছে আমরা কঠিন রূপে ফিরব।’

রিশাদের দলে পুরস্কার বিতরণে পক্ষপাতের অভিযোগ!

ম্যাচ হারলেও রিশাদের বোলিংয়ের ওপর বিশ্বাস রাখছেন শাহিন আফ্রিদি। এমনকি টাইগার বোলারকে পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার গল্পও শুনিয়েছেন তিনি।

শাহিন বলেন, ‘এই পিচে ড্যারিল মিচেলকে পরীক্ষা করে দেখেছি, সবাইকে সুযোগ করে দিচ্ছি। রিশাদ হোসেন আমাদের জন্য দারুণ বোলিং করছেন। আমি বিশ্বাস করি সামনের খেলাগুলোতে পিচের সঙ্গে সে দারুণ ভাবে মানিয়ে নেবে।’

এমআই