Advertisement
Us Bangla Airlines
তামিমকে পেছনে ফেলে শীর্ষে সৌম্য সরকার

তামিমকে পেছনে ফেলে শীর্ষে সৌম্য সরকার

খেলা ডেস্ক

২৩ এপ্রিল ২০২৫, ১৮:৫৭

বাংলাদেশের ক্রিকেটে আক্ষেপের আরেক নাম সৌম্য সরকার। ২০১৪ সালে প্রতিভার ঝলক দেখিয়ে জাতীয় দলে জায়গা নেওয়া এই ক্রিকেটার এখনো আশা-যাওয়ার মিছিলে। বছরখানেক আগেও জাতীয় দলের বাইরে ছিলেন সৌম্য। তবে লঙ্কান কোচ হাথুরুসিংহে টাইগার ডেরায় ফেরায় আবার জাতীয় দলে ডাক পান এই ক্রিকেটার।

লাল-সবুজের জার্সিতে হঠাৎ সুযোগ পেয়ে গুরু হাথুরুর মান রেখেছিলেন সৌম্য। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রত্যাবর্তনের সিরিজে ১ ম্যাচে ১৭৬ রান করেছিলেন তিনি। এরপর বাকি ফরম্যাটে সুযোগ পেলেও পাওয়া না পাওয়ার দলে সমানতালে নাম লিখিয়েছেন এ বাঁহাতি। বর্তমানে সাদা বলের ক্রিকেটে নিয়মিত দেখা মিলে সৌম্যর।

গেল বছর আফগান, ওয়েস্ট উন্ডিজ সিরিজে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। চলতি বছরে চ্যাম্পিয়নস ট্রফিতে এক ম্যাচ খেললেও শূন্য রানে আউট হয়েছেন তিনি। ব্যর্থতার ধারবাহিকতা ধরে রেখেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগেও। অবশেষে ভাঙল সেই শিকল।

বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে অগ্রণী ব্যাংকের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেলেন সৌম্য সরকার। ইমরুলদের বিপক্ষে ১১২ বলে ১৫৩ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার। যেখানে ১৭ বাউন্ডারির সঙ্গে হাঁকিয়েছেন ৬টি ছক্কা, স্ট্রাইক রেট ১৩৬।

অগ্রণী ব্যাংকের বিপক্ষে করা এই শতকের মাধ্যমে লিস্ট ‘এ’ ক্রিকেটে নবম সেঞ্চুরির দেখা পেলেন সৌম্য। ৯ সেঞ্চুরির চারটিতেই ১৫০ ছুঁয়েছেন এই বাঁহাতি। তাতেই তামিম ইকবালকে টপকেছেন সৌম্য সরকার। বর্তমানে বাংলাদেশের হয়ে এই ফরম্যাটে সবচেয়ে বেশি ১৫০ ছোঁয়া ইনিংস সৌম্যর। তিনটি ১৫০ ছোঁয়া ইনিংস নিয়ে দুইয়ে তামিম ইকবাল।

এদিকে সৌম্যর সেঞ্চুরিতে ৩৩৩ রানের বড় সংগ্রহ পায় লিজেন্ডস অব রূপগঞ্জ। জবাবে অগ্রণী ব্যাংক আগ্রাসী শুরু করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। ফলে সৌম্যদের কাছে ১০৩ রানে পরাজিত হয়েছে ইমরুল কায়েসের দল।

এমআই