
বিজয়কে টেস্ট দলে নেওয়ার কারণ জানালো বিসিবি
খেলা ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫, ১৮:১১
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সেঞ্চুরির পর সেঞ্চুরি করে চলছেন এনামুল হক বিজয়। গতকাল হঠাৎ করে ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলে। সাদা বলে বিজয়ের দুর্দান্ত ফর্ম দেখে হুট করে টেস্ট দলে নেওয়া হয়েছে কি না, তা নিয়ে হয়েছে নানান আলোচনা। অবশেষে বিজয়কে দলে নেওয়ার কারণ জানালো বিসিবি।
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু গুঞ্জনের পক্ষেই সায় দিলেন। ওয়ানডে ফরম্যাটের ডিপিএলের ফর্ম দেখেই নাকি টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন এনামুল হক বিজয়।
গাজী আশরাফ বলেন, ‘আমার মনে হয় যারা ওপেনিংয়ে (জয়, জাকির, সাদমান) ছিল তাদেরকে যথেষ্ট সুযোগ দেয়া হয়েছে। তাদের আউটের ধরণ দেখলেই বুঝবেন, তারা ভালো অবস্থানে নেই। বিজয় অবশ্যই অনেক ভালো ফর্মে আছে। তাকে দলে নেওয়ার ক্ষেত্রে কোন বাধা ছিল না। একটু দেরিতে হলেও সে তার সুযোগটা পেয়েছে।’
জাতীয় দলে সবশেষ ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ম্যাচ খেলেছেন এনামুল হক বিজয়। বাজে ফর্মে বিজয়ের সাদা পোশাকের ক্যারিয়ার কেটেছে পতনের ধারায়। জাতীয় দলের হয়ে টেস্টে ১০ ইনিংস ব্যাট করা বিজয়ের রান মোটে ১০০, গড় ১০! এত নিম্ন সমীকরণেও বিজয় দলে এসেছেন ঘরোয়া লিগ বিবেচনায়।
গত ৩ মার্চ থেকে শুরু হয়েছে ডিপিএলের নতুন আসর। চলতি ডিপিএলেই বিজয় করেছেন ৮৭৪ রান। যেখানে তার গড় ৭৯ দশমিক ৪৫। ৪টি ফিফটির সঙ্গে ৪টি সেঞ্চুরি করেছেন এই ওপেনার। যার অর্থ, ইনিংস বড় করার সামর্থ্যটা বেশ ভালোই রপ্ত করেছেন ৩২ বছর বয়সী এনামুল হক বিজয়।
তবে ঘরোয়া লিগ এবং আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্য ভালোভাবেই টের পেয়েছেন গাজী গ্রুপের অধিনায়ক। ফলে ঘরোয়া লিগে শতকের পর শতক হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এখনো বলার মতো কিছু করতে পারেননি তিনি। এবার জিম্বাবুয়ের বিপক্ষে সেই সুযোগ কতটা কাজে লাগাবেন, তাই দেখার পালা।
উল্লেখ্য, প্রথম শ্রেণির ক্রিকেটে ২৪টি সেঞ্চুরি রয়েছে বিজয়ের। সবশেষ মৌসুমেও উজ্জ্বল ছিল এনামুল হকের ব্যাট। খুলনার হয়ে গত এনসিএলে ১৩ ইনিংসে ৫৪ গড়ে ৭০০ রান করেছেন তিনি। যেখানে ৬ ফিফটির সঙ্গে ১টি সেঞ্চুরিও হাঁকিয়েছেন এই ব্যাটার। তবে অতীতেও ঘরোয়া লিগে সেঞ্চুরির বন্যা বইয়ে আন্তর্জাতিক অঙ্গনে ঢাহা ব্যর্থ হয়েছেন তিনি।
এমআই