
২ বছর ৪ মাস পর টেস্টে এমন জুটি পেল বাংলাদেশ
খেলা ডেস্ক
২৯ এপ্রিল ২০২৫, ১৩:১৫
বাংলাদেশ ক্রিকেটে ব্যাটিং ব্যর্থতা দীর্ঘদিনের। ব্যাট হাতে ক্রিকেটাররা রান করাই যেন ভুলতে বসেছেন। টি-টোয়েন্টি, ওয়ানডে কিংবা টেস্ট- কোনো ফরম্যাটেই যেন প্রত্যাশিত রানের দেখা পাচ্ছিলো না শান্তরা। এর মধ্যে টেস্ট ফরম্যাটে বাংলাদেশের ব্যর্থতা দীর্ঘদিনের। ওপেনিং জুটি থেকে মোটেও সহযোগিতা পাচ্ছে না বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টেও উদ্বোধনী জুটি থেকেও রানের দেখা পায়নি ফিল সিমন্সের শিষ্যরা। উভয় ইনিংসে সাদমান-জয় বাজেভাবে আউট হয়েছেন। এরপরই জুটি পরিবর্তনের সিদ্ধান্ত নেয় নির্বাচকেরা। জাকির হাসানের পরিবর্তে দলে সুযোগ পান এনামুল হক। এছাড়া জয়ের পরিবর্তে দ্বিতীয় টেস্টের জুটিতে জায়গা পেয়েছেন তিনি।
সাদা পোশাকের ক্রিকেটে প্রায় ৩ বছর জায়গা পেয়েই রান উপহার দিয়েছেন এনামুল। জিম্বাবুয়ের বিপক্ষে সাদমান ইসলামকে সঙ্গে নিয়ে করেছেন শত রানের জুটি। ওপেনিং পার্টনারশিপে ১২ ইনিংস পর পঞ্চাশ পেরোনো জুটি পেয়েছে বাংলাদেশ। আর শতরানের জুটি পেতে অপেক্ষা করতে হয়েছে ৩২ ইনিংস।
সময়ের হিসাবে উদ্বোধনীতে শতরানের জুটি পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ২ বছর ৪ মাস বা ৮৭৬ দিন। এর আগে ২০২২ সালের ১৪ ডিসেম্বর সবশেষ শতরানের ওপেনিং পার্টনারশিপ পেয়েছিল বাংলাদেশ। নাজমুল শান্ত ও জাকির হাসান মিলে সেই ম্যাচে করেছেন ১২৪ রান। এদিকে বিজয়-সাদমান মিলে করেছেন ১১৮ রান।
শতরানের জুটিতে অবশ্য বেশি অবদান সাদমান ইসলামের। টেস্টে নিজের ষষ্ঠ এবং জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ফিফটির দেখা পেয়েছেন এই ব্যাটার। এছাড়া টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ৩০ এর চেয়ে বেশি রানের ইনিংস খেলেছেন এনামুল হক বিজয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাদমান ৭৩ রানে অপরাজিত এবং বিজয় ৩৯ রানে আউট হয়েছেন।
এমআই