 
                                    এক হাজার রানের জন্য ৭ বছরের অপেক্ষা!
খেলা ডেস্ক
২৯ এপ্রিল ২০২৫, ২০:০৪
ঘরোয়া লিগে রানের ফোয়ারা ছুটে ব্যাটে। ১৩ শতকের সঙ্গে করেছেন ৩৪ ফিফটি, গড় ৪৩। রান সংখ্যাও কম নয়, ১৪৭ ইনিংসে ৬ হাজারের অধিক রান। তবুও জাতীয় দলের জার্সিতে সেই ব্যাটারের গড় মাত্র ২৪! বাংলাদেশি ওপেনার সাদমান ইসলামের পরিসংখ্যান ঘাঁটলে এমন আশ্চর্য হতেই পারেন।
২০১৮ সালে তামিমের ইনজুরিতে টেস্ট দলে প্রথম জায়গা পান সাদমান ইসলাম। এরপর সাদা পোশাকে খেলেছেন টানা ৭ বছর। মাঝে অফফর্মে ডাগ আউটে সময় কাটালেও পাকিস্তান সিরিজে এসেছিল সুযোগ। মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে খেলার সুযোগ পেয়েই করেছিলেন ৯৩ রান। শতকের কাছাকাছি গিয়েও আশাহত করেন সাদমান।
পরে ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেললেও শতকের কাছাকাছি যেতে পারেননি এই ওপেনার। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামের মাটিতে সেঞ্চুরির দেখা পেলেন। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো হেলমেট খুলে, ব্যাট উঁচিয়ে শতক উদযাপন করলেন তিনি। এর আগের উদযাপনটাও হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে।
টেস্টে ক্যারিয়ারে ২ শতক আর ৫ ফিফটিতে আজই প্রথম হাজারি ক্লাবে প্রবেশ করলেন সাদমান। সাদা পোশাকে ১ হাজার রান করতে এই ওপেনারকে খেলতে হয়েছে ৪২ ইনিংস। সময়ের হিসাবে প্রায় ৭ বছর।

সবমিলিয়ে ৪২ ইনিংসে ২৬ গড়ে ১০৫৯ রান করেছেন সাদমান ইসলাম। যার ৩ ফিফটি আর ১ শতক এসেছে গেল এক বছরে। তবে টেস্ট ক্রিকেটে ৭৬ রান দিয়ে দুর্দান্ত শুরুর সাদমানকে বাকি ম্যাচগুলোতে পাওয়া যায়নি। ক্যারিয়ারে মাত্র ৭ বার পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন তিনি। সাদমানের এমন অধারাবাহিকতায় বেশ ভুগেছে বাংলাদেশ।
গেল এক বছর ধরে নিজেকে যেন ভিন্ন রূপে ফিরিয়েছেন এই ক্রিকেটার। ধারাবাহিকতায় পুরোপুরি না ফিরলেও ব্যাট হাতে মাঝেমধ্যেই রান করছেন সাদমান ইসলাম। তবে বাকি দলগুলোর সঙ্গে ধারাবাহিকতা ফিরলে সবচেয়ে বেশি লাভবান হবে বাংলাদেশ।
এমআই
 
                         
                     
             
                     
                    