Advertisement
Us Bangla Airlines
স্বাধীনতার পক্ষে লিটন, সতীর্থদের যা বললেন

স্বাধীনতার পক্ষে লিটন, সতীর্থদের যা বললেন

খেলা ডেস্ক

১৭ মে ২০২৫, ১২:১৪

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ৪ ম্যাচ অধিনায়কত্ব করেছেন লিটন কুমার দাস। এরমধ্যে তিন ম্যাচেই জিতেছেন তিনি। সবশেষ ক্যারিবিয়ান সফরে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিটনের দল। এবার কুড়ি ওভার ক্রিকেটে দীর্ঘমেয়াদি দায়িত্ব পেয়েছেন এ টপঅর্ডার ব্যাটার।

আজ (শনিবার) বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত টি-টোয়েন্টি সিরিজ দিয়ে লিটন পূর্ণ মেয়াদের অধিনায়কত্ব শুরু হবে। ম্যাচের আগে দলের জন্য বার্তা দিয়েছেন এই ক্রিকেটার। গতকাল বিসিবি প্রকাশিত এক ভিডিওতে অধিনায়ক লিটন জানালেন, সতীর্থদের স্বাধীনভাবে ক্রিকেট খেলার কথা।

লিটন বলেন, ‘সবার জন্য একটা বার্তাই থাকবে যে, “ফিল ফ্রি”। এই ফরম্যাটে খেলার সময় অনেক চিন্তা আসে। আমি চাইব প্রতিটা খেলোয়াড় তার জায়গা থেকে যত স্বাধীনভাবে ক্রিকেট খেলতে পারে এবং ক্রিকেটটা উপভোগ করতে পারে। আগেভাগে ফলাফলের কথা না ভাবলেও…সেটা একটা সময় চলে আসবে, কিন্তু আমরা প্রসেস কতটা বজায় রাখতেছি টা আমার জন্য গুরুত্বপূর্ণ।’ 

এই সিরিজ দিয়েই নিজের অধিনায়কত্বের শুরুটা করার লক্ষ্য লিটনের, ‘এই দুই ম্যাচ থেকে অবশ্যই প্রথম প্রায়োরেটি হচ্ছে দুইটা ম্যাচই যেন জিততে পারি। একইসঙ্গে চাইব যেন আমরা যেসব জায়গা নিয়ে কাজ করেছি কিছুদিন যাবত, সেই জায়গাগুলো ফুলফিল করতে পারি।’ 

সালাউদ্দিনের কণ্ঠে লিটনের নেতৃত্বের প্রশংসা

সফরকারী হিসেবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি নিজেদের ভালো দল বলে উল্লেখ করলেন বাংলাদেশ অধিনায়ক, ‘ভালো ক্রিকেটটা খেলার চেষ্টা করব। ইউএই’র মাঠে তারা ভালো দল। তারা এখানে সবসময় খেলে, এই কন্ডিশন সম্পর্কে ভালো আইডিয়া আছে। একইসঙ্গে আমাদের দলও অনেক ভালো, আমরা চেষ্টা করব মানিয়ে নেওয়ার এবং ভালো ক্রিকেটটা খেলার।’ 

আজ রাত ৯টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও আরব আমিরাতের প্রথম টি-টোয়েন্টি। ফরম্যাটটিতে এখন পর্যন্ত দুই দল ৩ বার মুখোমুখি হয়েছে। যেখানে প্রতিটিতেই জিতেছে বাংলাদেশ।

এমআই