
পিএসএলে খেলতে পাকিস্তানে সাকিব, ম্যাচ যেদিন
খেলা ডেস্ক
১৭ মে ২০২৫, ১৪:৪৬
পাক-ভারত সংঘাতে কপাল খুলেছে সাকিবের। নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে ফিরছেন না অধিকাংশ বিদেশি খেলোয়াড়। ফলে খেলোয়াড় সংকটে নতুন ক্রিকেটারদের বেছে নিতে হচ্ছে পিএসএল ফ্র্যাঞ্চাইজির। সেই কারণেই পিএসএলের শেষবেলায় ডাক পেয়েছেন সাকিব আল হাসান।
টাইগার পোস্টার বয়কে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। পিএসএলে দুই আসরের চ্যাম্পিয়ন এই দলে ইতোমধ্যে যোগ দিয়েছেন সাকিব। আজ (শনিবার) নিজেদের সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে লাহোর। সাকিব ছাড়াও দলটিতে যোগ দিয়েছেন লঙ্কান ব্যাটার কুশল পেরার এবং ভানুকা রাজাপাকশে।
সাকিব-রাজাপাকসে ও কুশল পেরেরাকে স্বাগত জানিয়ে লাহোর লিখেছে, ‘কুশল পেরেরা, সাকিব আল হাসান ও ভানুকা রাজাপাকশে ইসলামাবাদে পৌঁছেছেন এবং তারা তাদের সম্পন্ন করার ব্যাপারে বেশ মনোযোগী। বিদেশি কালান্দার্সরা এসে গেছে এবং পিএসএলের বাকি অংশে আলো ছড়াতে প্রস্তুত।’
পাক-ভারত সংঘাতে আচমকা স্থগিত হয়েছিল পিএসএল। এরপর দুই দেশের যুদ্ধ বিরতি ঘোষণায় নতুন করে পিএসএলের সূচি ঘোষণা করা হয়। সূচি অনুযায়ী, পিএসএলের বাকি অংশ আজ মাঠে গড়াবে। সাকিবের লাহোরের ম্যাচ অবশ্য আগামীকাল। আগামীকার (১৮ মে) রাত ৯টায় লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি মুখোমুখি হবে।
প্লে-অফের ওঠার লড়াইয়ে সেই ম্যাচে সাকিবকে মাঠে দেখা যাবে। অবশ্য লিগপর্বে এটাই লাহোরের শেষ ম্যাচ। দলটি প্লে-অফে উঠতে পারলে আরও ম্যাচ খেলার সুযোগ পাবেন সাকিব।
এদিকে দলের সঙ্গে যোগ দিয়ে বার্তা দিয়েছেন সাকিব। লাহোরের পেজে প্রকাশিত ভিডিওতে তিনি বলেন, ‘পাকিস্তান সুপার লিগে ফিরে আসতে পেরে ভালো লাগছে, বেশ রোমাঞ্চিত আমি। আশা করছি কাল একটা ভালো ম্যাচ খেলতে পারব, খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের সামনে। মাঠে নামতে তর সইছে না আমার।’
এমআই