
হঠাৎ নাসুমকে দুবাইয়ে উড়িয়ে নিল বিসিবি
খেলা ডেস্ক
১৭ মে ২০২৫, ২০:২১
আরব আমিরাত ও পাকিস্তান সিরিজকে ঘিরে গেল সপ্তাহে স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। ক্রিকেট বোর্ডের ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তার জায়গায় দলে জায়গা পেয়েছেন তানভীর ইসলাম। তবে স্কোয়াডে না থাকলেও সিরিজের আগ মুহূর্তে জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন নাসুম।
শনিবার প্রথম প্রহরে আরব আমিরাতের উদ্দেশ্যে দেশে ছেড়েছেন এ বাঁহাতি। তবে কোন কারণে নাসুমকে আমিরাতে উড়িয়ে নেওয়া হয়েছে তা এখনো পরিষ্কার করেনি বিসিবি। ধারণা করা হচ্ছে, দুবাই বিমানবন্দরে আটকে থাকা রিশাদের পরিবর্তেই তাকে হঠাৎ দেশ থেকে উড়িয়ে নিয়েছে বিসিবি।
গেল বুধবার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুবাইয়ে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ। কিন্তু ইমিগ্রেশন জটিলতায় দুবাই বিমানবন্দরে আটকা পড়েন নাহিদ রানা ও রিশাদ হোসেন। তিন রাত আটকে থাকার পর শুক্রবার মধ্যরাতে বাংলাদেশ হাইকমিশনের মধ্যস্থতায় তাদের ছেড়ে দেয় দুবাই এয়ারপোর্ট।
মূলত এ কারণেই জরুরি ভিত্তিতে দুবাইয়ে পাঠানো হয় নাসুমকে। তবে সমস্যার সমাধান হওয়ায় নাসুমকে দলে অন্তর্ভুক্ত নাও করা হতে পারে। আবার সিরিজের প্রথম ম্যাচের পর আইপিএল খেলতে চলে যাবেন মুস্তাফিজুর রহমান। ফলে দ্বিতীয় ম্যাচের জন্য তাকে দলের সাথে রেখে দেওয়াও হতে পারে।
বাংলাদেশ সময় আজ রাত ৯টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৯ মে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে উভয় ম্যাচ খেলবে আরব আমিরাত ও বাংলাদেশ। ইতোমধ্যে দুই দলের অধিনায়ক আনুষ্ঠানিক ফটোসেশন সেরেছে।
এমআই