
আইপিএলে টিকে থাকতে মোস্তাফিজদের যা করতে হবে
খেলা ডেস্ক
২১ মে ২০২৫, ১৩:০৮
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফের দৌড় থেকে ইতোমধ্যে ছিটকে পড়েছে লখনৌ সুপার জায়ান্টস। তাতে সেরা চারের দৌড়ে টিকে আছে কেবলই দুই দল। মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের সঙ্গে রোহিতদের মুম্বাই ইন্ডিয়ানস। আজ বাংলাদেশ সময় রাত ৮টায় প্লে-অফে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে এই দুই দল।
সমীকরণ বলছে, সেরা চারের দৌড়ে টিকে থাকলে আজ মোস্তাফিজদের জিততেই হবে। এমনকি গ্রুপ পর্বের শেষ ম্যাচেও হারাতে হবে পাঞ্জাব কিংসকে। তাতেই সেরা চারের লড়াইয়ে জায়গা পাবে দিল্লি ক্যাপিটালস। মোস্তাফিজদের রাস্তা বেশ কঠিন হলেও মুম্বাই ইন্ডিয়ানসের জন্য বিষয়টা এতটা জটিল নয়।
বর্তমানে মুম্বাইয়েরও ১৪ পয়েন্ট রয়েছে। যদিও নেট রান রেটে অনেক অনেক এগিয়ে তারা। তাতে আজকের ম্যাচে মুম্বাই-দিল্লির ম্যাচের ওপর সবটা নির্ভর করছে। মোস্তাফিজদের বিপক্ষে আজ মুম্বাই জিতলে হার্দিকদের প্লে-অফ সেখানেই নিশ্চিত। তাতে দিল্লি ক্যাপিটালসও সেরা চারের লড়াই থেকে ছিটকে যাবে।
বিপরীতে দিল্লি যদি আজ মুম্বাইকে হারিয়ে দেয়, তবে জমে উঠবে প্লে-অফ। দিল্লির রয়েছে ১৩ পয়েন্টে। মুম্বাই ও পাঞ্জাবকে হারালে তারা ১৭ পয়েন্টে পৌঁছাতে পারবে। সুতরাং, মুম্বাইকে হারালেও তাদের অপেক্ষা করতে হবে। অন্যদিকে পাঞ্জাবও যদি মুম্বাইকে হারায় তবেই প্লে-অফে যেতে পারবে দিল্লি। কিন্তু মুম্বাই যদি দিল্লিকে হারায় ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করবে।
সবকিছুই যেন নির্ভর করছে আজকের ম্যাচের ওপর। গ্রুপ পর্বের অঘোষিত ফাইনালে যারা এগিয়ে থাকবে, প্লে-অফ পর্বের জন্য তারাই টিকিট কাটবে।
বৃষ্টিতে ম্যাচ ভেসে গেলে কী হবে?
মোস্তাফিজদের ম্যাচ ঘিরে বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে মুম্বাইয়ে। পাশাপাশি ৫০-৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ও বইতে পারে। ওয়াংখেড়ে স্টেডিয়াম আরব সাগরের পাশেই। ফলে ঝড়-বৃষ্টির প্রভাব সেখানে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
বৃষ্টিতে যদি শেষ পর্যন্ত ম্যাচ ভেস্তে যায়, তবে দুই দল পয়েন্ট ভাগাভাগি করবে। ১৩ ম্যাচ শেষে মুম্বাইয়ের পয়েন্ট হবে ১৫। আর দিল্লির পয়েন্ট হবে ১৪। কাকতালীয়ভাবে দুই দলেরই পরের ম্যাচ পাঞ্জাবের সঙ্গে। দিল্লির সেই ম্যাচে জিততেই হবে। সঙ্গে প্রার্থনায় থাকতে হবে যেন মুম্বাই হেরে যায়। তাতেই প্লে-অফে উঠতে পারবে মোস্তাফিজের দল।
এমআই