
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চালকের আসনে বাংলাদেশ
খেলা ডেস্ক
২৮ মে ২০২৫, ১৮:৫৮
ব্যাটিং ধস কাটিয়ে গতকালই ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। রাকিবুল-রিপনদের কল্যাণে সাড়ে তিনশ পেরিয়ে থামে বাংলাদেশের ইনিংস। বিপরীতে বল হাতে দক্ষিণা আফ্রিকা ইমার্জিং দলেরও বড় পরীক্ষা নিয়েছে উদীয়মান টাইগাররা। চার দিনের ম্যাচের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬ উইকেটে ১৫২ রান।
বাংলাদেশের চেয়ে ২১৯ রানে পিছিয়ে থেকে আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু করবে প্রোটিয়ারা। ফলো-অন এড়াতে প্রয়োজন আরও ৭০ রান প্রয়োজন দক্ষিণ আফ্রিকার। প্রথম সেশনে প্রোটিয়াদের বাকি ৪ উইকেট তুলতে পারলে ম্যাচ জয়ের পথে এক পা দিয়ে রাখবে বাংলাদেশ দল।
এদিকে ৫৮ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ থেমেছে ৩৭১ রানে। ম্যাচের প্রথম দিনেই বাংলাদেশকে চালকের আসনে তুলেছিলেন দুই ব্যাটার ইফতেখার ও মঈন। গতকাল খেলা সমাপ্ত হওয়ার একটু আগে ইফতেখার-মঈন বিদায় নিলেও আজকের লড়াইটা চালিয়েছেন মূলত লোয়ার অর্ডার ব্যাটাররা।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিনে ১২৯ রান তুলেছে লেজের তিন ব্যাটসম্যান। এর মধ্যে রাকিবুল ৩১, রিপন মন্ডল ৪৩ এবং পেসার মেহেদী হাসান ৪৪ রানে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার পর ব্যাটিং করতে নামে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। দুই ওপেনার মুহাম্মদ মানাক ও মিকা-এল প্রিন্সের জুটি থেকে আসে ৪৮ রান। ম্যাচের ১২তম ওভারে প্রিন্সকে আউট করে ওপেনিং জুটি ভাঙেন স্পিনার নাঈম। পেসার মেহেদির ইনসুইং বল ছেড়ে দিয়ে বিপদে পড়েন তিনে নামা পিল্লে।
মাত্র ২৯ রান করেই বোল্ড আউট হন এই টপঅর্ডার ব্যাটার। তবে এর মাঝেই ৮ চারে ফিফটি তুলে নেন ওপেনার মুহাম্মদ মানাক। তবে ডানহাতি এ ব্যাটারকে ফিফটির পরেই আউট করেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। এরপর প্রোটিয়া শিবিরে নামে ব্যাটিং ধ্বস।
পরপর দুই ওভারে রিচার্ড সেলেতসোয়ানে ও ডেওয়ান মারাইসকে আউট করে প্রোটিয়াদের চাপে ফেলে দেন রিপন মন্ডল। পাল্টা আক্রমণের চেষ্টা করা মোগাকানেকে দুই ওভার ফিরিয়ে দেন রাকিবুল। এরপর বৃষ্টি আর আলোকস্বল্পতায় বল আর মাঠে গড়ায়নি। তাতে ১৫২ রানে ৬ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করে প্রোটিয়ারা।
এমআই