Advertisement
Us Bangla Airlines
পেসারদের বল না দেওয়া নিয়ে যা জানালেন বাংলাদেশ কোচ

পেসারদের বল না দেওয়া নিয়ে যা জানালেন বাংলাদেশ কোচ

খেলা ডেস্ক

২৯ মে ২০২৫, ১২:৩৮

পাকিস্তানের বিপক্ষে দুই স্পিনার শেখ মেহেদী ও রিশাদ হোসেন আহামরি কিছু করেননি। রিশাদকে শুরু থেকেই দেদারসে মেরেছেন পাকিস্তানি ব্যাটাররা। এর মাঝে পার্ট টাইমার শামীম পাটোয়ারীকে দিয়ে একাধিক ওভার সেরেছেন লিটন কুমার দাস। ধারণা করা হচ্ছিল, রিশাদের ওভার পূরণ করতেই শামীমকে ব্যবহার।

ভক্তদের ধারণাকে ভুল প্রমাণ করে স্লগ ওভারে আবারও রিশাদ, শামীমকে ব্যবহার করলেন বাংলাদেশ অধিনায়ক। পাকিস্তানি ব্যাটারদের রানের লাগাম কিছুটা টেনে ধরার পর রিশাদ দেদারসে রান বিলাতে শুরু করেন। এতেই নিজেদের মোমেন্টাম খুঁজে পায় শাদাব খান। তাতে চার ওভারে খরচ করেন ৫৫ রান।

গ্লোবাল সুপার লিগ নিয়ে যা বললেন তানজিম সাকিব

ম্যাচের ১৮তম ওভারে রিশাদকে আনার পর ১৯তম ওভারে বোলিংয়ে আসেন শামীম হোসেন। পার্টটাইম স্পিন বোলারকে ম্যাচের ১৯তম ওভারে নিয়ে আসা বিস্ময়েরই জন্ম দিয়েছে। সেই ওভারের প্রথম বলেই ছক্কা হজম করেছেন শামীম। সবমিলিয়ে ম্যাচের সবচেয়ে মিত্যবয়ী বোলার হলেও লিটনের পরিকল্পনা আলোচনার জন্ম দিয়েছে।

শামীমেকে দিয়ে চার ওভার করানোর কারণে হাসান এবং তানজিমের বোলিং কোটা পূরণ হয়নি। দুই পেসারকে কেন বোলিং দেওয়া হয়নি, তা নিয়ে অবগত নন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে কথা বলেছেন কিংবদন্তি মুশতাক।

তিনি বলেন, ‘অধিনায়কের সাথে কথা হয়নি এখনও। পিচ শুরুতে ট্যাকি (স্টিকি বা আঠালো) ছিল। সুইং হচ্ছিল। স্লো হচ্ছিল। যখন আমরা শুরু করলাম। ফখর এবং সাইমের আউট দেখলে বুঝতে পারবেন। প্রথম ৫-৬ ওভারে ট্যাকি পিচ ছিল। পরে পিচ আরও ভালো হয়েছে ক্রমাগত। লিটন (দাস) হয়ত স্পিনে বেশি আত্মবিশ্বাসী ছিল।’

ম্যাচে তাসকিন-ফিজের অভাব বোধ হয়েছে জানিয়ে মুশতাক আরও বলেন, ‘আমাদের দুই মেইন পেসার তাসকিন (আহমেদ) ফিজরা (মুস্তাফিজুর রহমান) নেই। শরিফুল (ইসলাম) ভালো শুরু এনে দিয়েছে। পাকিস্তানের আজকে ভালো ইনটেন্ট ছিল। ফলে তাদের কৃতিত্ব দিচ্ছি। আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। আমি বিশ্বাস করি আমাদের ভালোভাবে কামব্যাক করার সামর্থ্য আছে।’

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক লিটন

একাদশ বাছাই প্রসঙ্গে মুশতাক বলেন, ‘বেঞ্চ স্ট্রেন্থ বাজিয়ে দেখতে হবে বিশ্বকাপের আগে কোন কম্বিনেশন আমাদের জন্য কাজ করবে। লং টার্ম চিন্তা করতে হবে। জাকের (আলী অনিক) মিডল অর্ডারে ভালো করছে। সে অনেক ভালো ক্রিকেট খেলছে। তাওহিদও (হৃদয়) ভালো করছে।’

পাকিস্তানকে জয়ের কৃতিত্ব দিয়ে এ কোচ আরও বলেন, ‘পাকিস্তানকে কৃতিত্ব দিতে হবে। সালমান দারুণ খেলেছে। ক্রিকেটিং শট খেলেছে। টি-টোয়েন্টি হোক আর টি-টেন হোক, আপনাকে বেসিক ঠিক রাখতে হবে। ক্রিকেটিং শট খেললেই ভালো হবে। বোলাররা যেখানেই বল করেছে সেখানেই মেরে দিয়েছে। সালমানকে কৃতিত্ব দিতে চাই কারণ অনেক ভালো খেলেছে।’

এমআই