Advertisement
Us Bangla Airlines
পাকিস্তান সিরিজ নিজেদের প্রমাণ করার সুযোগ: লিটন

পাকিস্তান সিরিজ নিজেদের প্রমাণ করার সুযোগ: লিটন

খেলা ডেস্ক

২৭ মে ২০২৫, ২০:১৬

আরব আমিরাতের বিপক্ষে সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ দল। এ হারকে অবশ্যই ঘুরে দাঁড়ানোর মন্ত্র হিসেবে দেখছেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স। অধিনায়ক লিটনের কণ্ঠেও শোনা গেল আত্মবিশ্বাসের সুর। পাকিস্তানকে চ্যালেঞ্জিং প্রতিপক্ষ হিসেবে সমীহ করলেও সিরিজ জিততে চান লিটন দাস।

আজ (২৭ মে) পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিটনের ভাবনা জানানো হয়েছে। লিটন বলেন, ‘ঘরের মাঠে পাকিস্তান কতটা চ্যালেঞ্জিং প্রতিপক্ষ হতে পারে সেটি সবাই বোঝে। তবে আমাদের খেলোয়াড়রা সিরিজের জন্য উন্মুখ হয়ে আছে। সবাই মনোযোগী অবস্থায় আছে।’

বাংলাদেশ একটি মানসম্পন্ন দল, যাদের দলে অনেক মেধাবী খেলোয়াড় রয়েছে এবং আমরা তাদের কাছ থেকে চ্যালেঞ্জের আশা করছি।
-সালমান আলী আঘা।

বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘আমরা একটি ভালো অনুশীলন সেশন সম্পন্ন করেছি এবং এখানকার কন্ডিশন সম্পর্কে আমরা পরিচিত। এই সিরিজটি প্রতিটি খেলোয়াড়ের জন্য নিজেদের প্রমাণ করার দারুণ এক সুযোগ। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আমরা কিছু নতুন কম্বিনেশন পরীক্ষা করছি, আর এই সফর সেই প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ।’

বাংলাদেশকে সিরিজ হারাতে পিএসএলের মেধাবী মুখদের ওপর নির্ভর করতে চান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। আসন্ন সিরিজ নিয়ে পাকিস্তানের দলপতি বলেন, ‘আমাদের অনেক খেলোয়াড়ই পিএসএলে দুর্দান্ত পারফরম্যান্স করে আসছে। এ সিরিজেও সেই ফর্ম অব্যাহত রাখতে চাই।’

সিরিজ শুরু হওয়ার আগেই দুঃসংবাদ দিল পাকিস্তান

বাংলাদেশ দলের প্রশংসা করে সালমান আলী বলেন, ‘বাংলাদেশ একটি মানসম্পন্ন দল, যাদের দলে অনেক মেধাবী খেলোয়াড় রয়েছে এবং আমরা তাদের কাছ থেকে চ্যালেঞ্জের আশা করছি। আমি বিশ্বাস করি, পরবর্তী কয়েক দিনে দর্শকরা দারুণ উত্তেজনাপূর্ণ ক্রিকেট দেখতে পাবেন।’

এমআই