Advertisement
Us Bangla Airlines
টিমমেট থেকে কোচ, তাসকিনের চোখে শন টেইট যেমন

টিমমেট থেকে কোচ, তাসকিনের চোখে শন টেইট যেমন

খেলা ডেস্ক

২৯ মে ২০২৫, ২১:২১

বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ শন টেইট। অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা পাকিস্তান সিরিজ দিয়ে বাংলাদেশের সঙ্গে যাত্রা শুরু করেছেন। বিসিবির সঙ্গে তার চুক্তিটাও দীর্ঘদিনের, প্রায় দুই বছর। নতুন এই কোচকে নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন ইনজুরির কারণে দলের বাইরে থাকা পেসার তাসকিন আহমেদ।

শন টেইটের সঙ্গে তাসকিনের পরিচয়টা দীর্ঘদিনের। ২০১৩ সালে বিপিএলে চিটাগং কিংসের জার্সিতে শন টেইটের সঙ্গে একত্রে খেলেছেন তাসকিন। নতুন বোলিং কোচের দায়িত্বে এবার রানার্স আপ হয়েছে চিটাগং। সেখানে শরীফুল-খালেদরাও পেয়েছেন দীক্ষা। শন টেইটকে দলে পেয়ে রোমাঞ্চিত তাসকিন।

আজ (বৃহস্পতিবার) স্কুল ক্রিকেটের ফাইনালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেস বোলিং ইউনিটের কান্ডারি। সেখানেই শন টেইটকে নিয়ে কথা বলেন এ ক্রিকেটার।

তাসকিন বলেন, ‘আশা করছি (টেইট) ভালো হবেন। কারণ তিনি আধুনিক যুগে ক্রিকেট খেলেছেন, টি-টোয়েন্টি ও অন্যান্য সংস্করণে। খেলেছেন অস্ট্রেলিয়ার মতো বড় দলে। ২০১৩ সালের বিপিএলে আমি ওর টিমমেটও ছিলাম। আমার সঙ্গে বেশ ভালো সম্পর্ক। আমার বিশ্বাস ও আমাদের ভালো কোচিং করাবে। আমি রোমাঞ্চিত যে ভালো কিছু হবে।’

টেস্ট খেলা প্রসঙ্গে তাসকিন বলেন, ‘আমি কিন্তু আগেও একবার টেস্ট থেকে কিছু মাসের জন্য বিরতি নিয়েছিলাম। যদি আবার (শারিরীকভাবে ফিট) ঠিক হয়ে যাই, তাহলে কেন নয়? আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, গতিময় বোলিং করতে ভালোবাসি। আমি আমার বোলিং অনেক উপভোগ করি। যে সংস্করণই হোক, আমি ক্রিকেট খেলতে চাই।’

নিজের ইনজুরি নিয়ে তাসকিন বলেন, ‘আসলে ফাস্ট বোলার মানেই ইনজুরি। এটা জীবনের অংশ। আমার যখন কাঁধে বা অন্যান্য ইনজুরি হয়েছে, সবাই চিন্তিত হয়েছিল, এমনকি আমি নিজেও ভেবেছি যে আবার টেস্ট খেলতে পারব কি না। সবকিছুই সাময়িক।’

এমআই