
বোর্ডের অভ্যন্তরীন দ্বন্দ্বে পিছিয়ে পড়ছে বাংলাদেশ ক্রিকেট!
খেলা ডেস্ক
৩১ মে ২০২৫, ১৬:২০
দেশের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) রদবদল এসেছিল। পাপনের পরিবর্তে নতুন সভাপতি হিসেবে সুযোগ পেয়েছিলেন ফারুক আহমেদ। দেশের ক্রিকেট সংস্কৃতির পরিবর্তনের গল্প শুনিয়ে সবচেয়ে বিতর্কিত বিপিএল উপহার দিয়েছে ফারুকের বোর্ড।
ঘরোয়া লিগের দুর্নীতি আর অব্যবস্থাপনা নিয়েও বিশেষ পদক্ষেপ দেখা যায়নি। বরং ডিপিএলে ক্লাবের ক্ষমতাবলে নিয়ম পাল্টে গেছে। এর মাঝে আরও খবর হলো- বিসিবির পরিচালকদের সঙ্গে বিবাদে জড়িয়েছেন ফারুক আহমেদ। মাঝে বিখ্যাত কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে তার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে।
জানা গেছে, বিসিবিতে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন বিষয়ে একাই সিদ্ধান্ত নিতেন ফারুক আহমেদ। তাতে সবমিলে সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটকে এগিয়ে নেওয়ার বিষয়টি অগোচরেই পড়ে গেছে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীন দ্বন্দ্ব নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন।
আজ (শনিবার) গণমাধ্যমের মুখোমুখি বাংলাদেশ দলের ব্যর্থতা নিয়ে কথা বলেছেন। পাশাপাশি টাইগার ক্রিকেটের পিছিয়ে পড়ার সবচেয়ে বড় কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
ফাহিম বলেন, ‘আমাদের সবচেয়ে বড় ল্যাকিংস যদি বলি, সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার যে ব্যাপারটা, সেই জায়গাটায় অভাব ছিল। আমরা হয়তো আরও অনেক ব্যাপারে এগিয়ে যেতে পারতাম, সঠিক সিদ্ধান্ত নিতে পারতাম, দ্রুত অনেক কাজ করতে পারতাম। একটা পর্যায়ে গিয়ে তো সবকিছু থমকেই গিয়েছিল এবং খুব বেশি কাজ এগোয়নি।’
বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে দেশের জনপ্রিয় এই প্রশিক্ষক বলেন, ‘গতকাল বাংলাদেশ দল যা খেলছে, আমি জানি কারও মনপুঃত হচ্ছে না। এই দায়টা তো আমাদের মানতে হবে। তাই জবাবদিহির জায়গাটা তৈরি করতে হবে।’
নিজেদের চেষ্টার কথা জানিয়ে বিসিবি পরিচালক বলেন, ‘আমরা একটু উন্নতির চেষ্টা করছি, আরেকটু ভালো মাঠ এবং উইকেট, দুইটা বেশি মাঠ, কোচ যারা আছেন তাদের আরও শিক্ষিত করা, সরঞ্জাম দেওয়া, ভালো একটা প্রোগ্রাম চালানো এবং সেটা মনিটর করা। জবাবদিহিতা থাকতে হবে কোচ, খেলোয়াড় এবং প্রোগ্রামের দায়িত্বে যে আছে তাদের প্রত্যেকের।’
এমআই