
রাতেই দেশ ছাড়ছেন বিসিবি সভাপতি
খেলা ডেস্ক
০৩ জুন ২০২৫, ২০:৩৩
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) সভাপতি পদে এসেছে রদবদল। গেল শুক্রবার ফারুক আহমেদের পরিবর্তে বিসিবির সভাপতি পদে আসীন হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব গ্রহণের পরই বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।
বিসিবির বোর্ড পরিচালকদের সঙ্গে একাধিক সভা সেরে কর্ম পরিকল্পনা প্রস্তত করেছেন বুলবুল। ইতোমধ্যে একাধিক কাজ হাতে নিয়েছেন তিনি। দেখা করেছেন প্রধান উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গেও। বিসিবিকে বিকেন্দ্রীকরণকে চট্টগ্রাম ও রাজশাহী করবেন মিনি বিসিবি।
তবে এরই মধ্যে জানা যাচ্ছে, পবিত্র ঈদুল আযহা পালন করতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন বিসিবি সভাপতি। অনেক আগে থেকেই অস্ট্রেলিয়াতে থিতু হয়েছে বুলবুলের পুরো পরিবার। দেশের দায়িত্ব নেওয়ার ডাকে বুলবুল বাংলাদেশে ফিরলেও তার পরিবার সেখানেই আছেন। যার ফলে ঈদকে সামনে রেখে দূর দেশে তার পরিবার কাছে ছুটে যাচ্ছেন তিনি।
আজ মঙ্গলবার রাতেই দেশ ছাড়বেন বিসিবি সভাপতি। তবে কবে নাগাদ আবার দেশে ফিরবেন সেটি অবশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঈদের পরই আইসিসির একটি সভা রয়েছে, সেখানে যোগ দেবেন বিসিবি সভাপতি। এরপরই ফিরবেন ঢাকায় এমনটি ধারণা করা হচ্ছে।
এমআই