Advertisement
Us Bangla Airlines
ব্যান্ডেজ হাতে মোস্তাফিজের ঈদের ছবি, কারণ কী?

ব্যান্ডেজ হাতে মোস্তাফিজের ঈদের ছবি, কারণ কী?

খেলা ডেস্ক

০৭ জুন ২০২৫, ১৪:১৭

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে সামাজিকমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন ক্রিকেটাররা। সম্প্রতি আইপিএল মাতিয়ে আসা মোস্তাফিজুর রহমানও নিজের স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে শুভেচ্ছা বার্তা বিনিময় করেছেন। তবে ছবিতে মুস্তাফিজের বাম হাতের আঙুলে দেখা গেল ব্যান্ডেজ জাতীয় কিছু।

বাঁহাতি এই পেসারের হাতে কিসের ব্যান্ডেজ, তা পরিষ্কার করেছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরি। তিনি বলেন, ‘মোস্তাফিজ তিন সপ্তাহের বিশ্রামে রয়েছে। সে কারণে আঙুলে স্প্লিন্ট দেয়া হয়েছে। এটা ব্যথা কমানো বা আঙুল সোজা রাখার ক্ষেত্রে কাজ করে।’

আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলেন সিরিজে মোস্তাফিজের খেলার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে বিসিবি চিকিৎসক বলেন, ‘মোস্তাফিজ এখন ভালো আছে। সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, সেখানে খেলতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়।’

গেল মাসে তিন ম্যাচের জন্য আইপিএলে খেলতে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা শেষ ম্যাচে ফিরতি বল ধরতে গিয়ে আঙুলে চোট পান এই বাঁহাতি পেসার। সেই চোটে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ছিটকে গিয়েছিলেন তিনি।

মুস্তাফিজের ইনজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন বলেন, ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের শেষ ম্যাচ খেলার সময় মুস্তাফিজুর বাম হাতের থাম্বে ক্লিপ ফ্র্যাকচার হয়। এই আঘাত থেকে সেরে উঠতে তাকে বিশ্রাম ও রিহ্যাবিলিটেশনের প্রয়োজন।’

তিনি বলেন, ‘আমাদের বর্তমান মূল্যায়ন অনুযায়ী, আগামী দুই থেকে তিন সপ্তাহ তিনি মাঠের বাইরে থাকবেন। দুই সপ্তাহ পর আমরা তার সুস্থতার অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’

এমআই