
এবার বিরাট কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ
খেলা ডেস্ক
০৮ জুন ২০২৫, ১৪:০৬
আইপিএলে ১৮ বছর অপেক্ষার পর চলতি মৌসুমে প্রথম শিরোপা জিতেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইতিহাসের প্রথম ট্রফি জয়ের আনন্দ দর্শকদের সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছিল বিরাট কোহলির দল। আরসিবি থেকে এমন আয়োজনের কথা শুনে দর্শকদের ঢল পড়েছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে।
আরসিবির ভক্ত-সমর্থকদের অবিশ্বাস্য উপস্থিতি সামলাতে হিমশিম খেয়েছিল কর্ণাটকের প্রশাসন। তাতেই পদদলনের ঘটনায় ১১ জন সমর্থকের মৃত্যু এবং আরও অনেকে আহত হয়েছেন। শিরোপা উৎসবের মাঝে এমন দুর্ঘটনায় আরসিবিকে ধুয়ে দিচ্ছেন অনেকে। কেউ দোষ দিচ্ছেন স্থানীয় প্রশাসনকে।
এবার সেই ঘটনার রেশ গড়িয়েছে থানা পর্যন্ত। সমাজকর্মী হিসেবে পরিচয় দেওয়া এইচ এম ভেঙ্কটেশ কাবন পার্ক থানায় আরসিবির নামে একটি অভিযোগ দায়ের করেছেন। যেখানে জড়িয়ে আছে আরসিবির সবচেয়ে বড় স্থানীয় তারকা বিরাট কোহলির নাম।
RCB Victory Parade in Bengaluru
Posted by Royal Challengers Bengaluru on Tuesday, June 3, 2025
অভিযোগপত্রে বলা হয়েছে, ‘বেঙ্গালুরু দলের জুয়ায় অংশ নেওয়া এবং একটি নির্দিষ্ট স্থানে লোক জড়ো হতে উসকানি দিয়ে এ দুর্ঘটনার প্রেক্ষাপট তৈরিতে সবচেয়ে উল্লেখযোগ্য নাম বিরাট কোহলি। অতএব আমরা আপনাকে অনুরোধ করছি, দয়া করে বিরাট কোহলি এবং তার দলের সদস্যদের এই দুর্ঘটনার এফআইআরে অভিযুক্ত করুন এবং ব্যবস্থা গ্রহণ করুন।’
তবে কোহলির বিরুদ্ধে অভিযোগ গৃহীত হলেও নতুন কোনো এফআইআর নথিভুক্ত হবে না বলে পুলিশ জানিয়েছে। একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, ‘এরই মধ্যে দায়ের করা একটি মামলার অধীন চলমান তদন্তের অংশ হিসেবে অভিযোগটি খতিয়ে দেখা হবে। বিষয়টি আমরা পর্যালোচনা করছি।’
এদিকে আলোড়ন ফেলে দেয়া এই ঘটনা নিয়ে গ্রেফতার কিংবা পদত্যাগের মতো ঘটনাও ঘটছে। শুক্রবার বেঙ্গালুরু পুলিশ আরসিবির বিপণন ও রাজস্ব বিভাগের প্রধান নিখিল সোসালেকে গ্রেপ্তার করেছে। একইসঙ্গে ডিএনএ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কের সিনিয়র ইভেন্ট ম্যানেজার কিরণ কুমার এবং ভাইস প্রেসিডেন্ট (বিজনেস অ্যাফেয়ার্স) সুনীল ম্যাথিউকেও গ্রেপ্তার করা হয়েছে।
এমআই