
১৪ হাজার বল দিয়ে গিনেস বুকে রেকর্ড গড়ল ভারতের স্টেডিয়াম
খেলা ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৫, ১৫:৩৯
স্টেডিয়াম জুড়ে কতই রেকর্ডই জন্ম নেয়। এসবের কিছু অংশ আবার স্মরণীয় হয়ে থাকে অনন্তকাল, কোনো রেকর্ড গড়ার পরেই ভেঙে ফেলা হয়। ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম যেন রেকর্ডের নোটবুক। ২০১১ সালে সবশেষ ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত, সেটা এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ক্রিকেটের বরপুত্র শচীনও এই স্টেডিয়ামে ক্যারিয়ারের সবশেষ ম্যাচ খেলেছিলেন। বর্তমান ক্রিকেট বিশ্বের সেরাদের একজন বিরাট কোহলি, তিনিও এই মাঠে করেছিলেন ক্যারিয়ারের ৫০তম ওয়ানডে সেঞ্চুরি ।
১৯৭৫ সালের ২৩ জানুয়ারি যাত্রা শুরু করা এই স্টেডিয়াম আরও নানান রেকর্ড বহন করছে। এবার সেই তালিকায় যুক্ত হলো এক ব্যতিক্রমী রেকর্ড। যেই রেকর্ড আবার ঠাঁই নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায়। গতকাল (২৩ জানুয়ারি) স্টেডিয়ামটির ৫০তম বর্ষপূর্তি উদযাপনে নতুন রূপে সাজে ওয়াংখেড়ে স্টেডিয়াম। স্টেডিয়ামের মাঠে ১৪ হাজার ৫০৫ টি ক্রিকেট বল দিয়ে সাজানো হয়েছিল ‘Fifty Years of Wankhede Stadium’ বাক্যটি। তাতেই নতুন রেকর্ড গড়েছে ৫০ বছরের পুরনো স্টেডিয়ামটি।

স্টেডিয়ামের সবুজ গালিচায় এই বাক্য ফুটিয়ে তোলার মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ‘লার্জেস্ট ক্রিকেট বল সেনটেন্স’ শিরোপা অর্জন করেছে ওয়াংখেড়ে। এই রেকর্ড তৈরির জন্য ব্যবহৃত বলগুলো মুম্বাইয়ের স্কুল, ক্লাব এবং এনজিওর উদীয়মান ক্রিকেটারদের মধ্যে বিতরণ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। যাতে তারা এই কৃতিত্ব থেকে অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতে বড়ো সাফল্য অর্জন করতে পারে।
এদিকে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) এই রেকর্ডটি উৎসর্গ করেছে প্রয়াত একনাথ সোলকারের প্রতি, যিনি স্টেডিয়ামটির শুরুর ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন এবং মুম্বাইয়ের প্রয়াত ক্রিকেটারদের প্রতি যারা ক্রিকেটে অসামান্য অবদান রেখেছেন। ভারতের হয়ে ২৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মুম্বাইয়ের সন্তান একনাথ সোলকার।
এর আগে, এমসিএ ওয়াংখেড়ে স্টেডিয়ামের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিভিন্ন আয়োজন করে। গত ১৯ জানুয়ারি স্টেডিয়ামটিতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, ডায়ানা এদুলজি, রোহিত শর্মা এবং অজিঙ্কা রাহানে।
উল্লেখ্য, ১৯৭৫ সালে হওয়া ২৩ জানুয়ারি ওয়াংখেড়েতে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম টেস্ট হওয়ার ১২ বছর পর হয়েছে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হয় ১৯৮৭ সালে। প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি হয়েছে ২০১২ সালে।
এমআই