
জায়গা হারাচ্ছেন অধিনায়ক শুভমান গিল!
খেলা ডেস্ক
১৯ জুন ২০২৫, ১৬:৫৬
আইপিএলের মাঝপথে ইংল্যান্ড সিরিজকে ঘিরে দল প্রস্তুত করেছিল ভারত। তখনই সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন অধিনায়ক রোহিত শর্মা। কাপ্তানের বিদায়ের পর একই পথে হেঁটেছেন ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি। তাতেই বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড নির্বাচকেরা।
রোহিত, কোহলির বিদায়ের পর সম্প্রতি শুভমান গিলকে অধিনায়ক করে নতুন দল ঘোষণা করে ভারত। দলটিতে ওপেনার হিসেবে আছেন একাধিক ক্রিকেটার। ওপেনিংয়ে বাঁহাতি ব্যাটার যশস্বী জয়সওয়ালকে নিয়ে প্রশ্ন নেই। তার সঙ্গে ওপেনিংয়ে টিকে যেতে পারেন কেএল রাহুল।
সবশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজে এই দুই ব্যাটার ভারতের ওপেনিং সামলিয়েছেন। সেখানে তিন নম্বরে খেলেছিলেন বর্তমান অধিনায়ক শুভমান গিল। রোহিতের সঙ্গে এককালে ওপেনিং করতেন গিল। কিন্তু জয়সওয়ালকে সুযোগ দিতে ওপেনিং থেকে তিনে নামতে হয়েছিল তাকে।
এবার টপঅর্ডার থেকেই জায়গা হারাচ্ছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল। বিসিসিআইয়ের সূত্র ধরে দেশটির গণমাধ্যম জানায়, ওপেনিংয়ে কেএল রাহুল ও সাই সুদর্শনের লড়াই চলবে। তবে অভিজ্ঞতার জন্য এগিয়ে রাহুল। তাতে তিনে খেলতে পারেন সুদর্শন। তবে তিনে খেলার লড়াইয়ে আছেন করুণ নায়ার এবং অভিমন্যু ঈশ্বরণ।
টপ অর্ডার নিশ্চিত হওয়ার পর মিডল অর্ডারে নেমে যাচ্ছেন অধিনায়ক শুভমান গিল। ওপেনিং থেকে মিডলে নেমে যাওয়া এ ব্যাটার খেলবেন বিরাট কোহলির জায়গায়। বিষয়টি নিশ্চিত করেছেন সহ-অধিনায়ক ঋষভ পান্ত।
বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পন্থ বলেছেন, ‘শুভমান চার নম্বরে ব্যাট করবে। আমি আগের মতো পাঁচ নম্বরেই নামব। তিন নম্বর জায়গাটা এখনও ফাঁকা রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এখনও।’ তবে দলের ওপেনিংয়ে কারা থাকছেন তা জানাননি এই উইকেটরক্ষক ব্যাটার।
এমআই