
প্রোটিয়াদের বিপক্ষে কেন খেলবেন না সিকান্দার রাজা?
খেলা ডেস্ক
২০ জুন ২০২৫, ১১:২৯
বাংলাদেশের বিপক্ষে গেল মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল জিম্বাবুয়ে। সেই সিরিজে ছিলেন না দলের অন্যতম তারকা ক্রিকেটার সিকান্দার রাজা। এরপর ইংল্যান্ডের মাটিতে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল রোডেশিয়ানরা। তবে পিএসএল ছেড়ে সেই সিরিজে খেলতে গিয়েছেন রাজা।
ইংল্যান্ডের পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে জিম্বাবুয়ে। তবে এই সিরিজের জন্য ঘোষিত ১৬ জনের স্কোয়াডে নেই সিকান্দার রাজা। শুধু রাজাই নন, এই সিরিজে আরও থাকছেন না ফাস্ট বোলার রিচার্ড এনগারাভা, ওপেনার বেন কারান ও ভিক্টর নিয়াউচি।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের মেজর লিগের জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলবেন না সিকান্দার রাজা। ইঞ্জুরির কারণে দলে নেই রিচার্ড এনগারাভা ও বেন কারান। টেকটিক্যাল কারণে দলে জায়গা পাননি ফাস্ট বোলিং অলরাউন্ডার নিয়াউচি।
Zimbabwe name Test squad to face world champions South Africa Details
জিম্বাবুয়ের তিন তারকা ক্রিকেটার না থাকায় একাদশে নতুন মুখ দেখা গিয়েছে। দলে প্রথমবার ডাক পেয়েছেন পেসার কুন্দাই মাতিগিমু। বাংলাদেশে খেলে যাওয়া লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসাও দলে ফিরেছেন। চোট কাটিয়ে ফিরেছেন ট্রেভন গোয়ান্দু। টপ অর্ডারে জায়গা পেয়েছেন প্রিন্স মাসভরে ও তাকুদজোয়ানাশে কাইতানো।
রাজা না থাকলেও অভিজ্ঞ আরও কয়েকজন আছেন দলকে অভয় দিতে। অধিনায়ক ক্রেইগ আরভিন ছাড়াও আছেন শন উইলিয়ামস ও ব্রায়ান বেনেট, আর পেস আক্রমণে ফর্মের তুঙ্গে থাকা ব্লেসিং মুজারাবানি তো আছেনই।
একনজরে জিম্বাবুয়ের স্কোয়াড
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, তানাকা চিভাঙ্গা, টেভর গোয়ান্দু, তাকুদজোয়ানাশে কাইতানো, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা, প্রিন্স মাসভরে, কুন্দাই মাতিগিমু, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামহুরি, তাফাদজোয়া টিসিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।
এমআই