Advertisement
Us Bangla Airlines
সাকিব-মিরাজকে টপকে বিদেশে নাইমের নতুন রেকর্ড

সাকিব-মিরাজকে টপকে বিদেশে নাইমের নতুন রেকর্ড

খেলা ডেস্ক

২০ জুন ২০২৫, ১৬:১১

বাংলাদেশ টেস্ট দলে ২০১৮ সালে অভিষেক হয়েছিল নাইমের। গত সাত বছরে মাত্র ১২টি ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার। অফ ফর্ম ও মেহেদী মিরাজের ছায়া হয়ে পড়ায় দলের সঙ্গে নিয়মিত থাকলেও নাইমের খুব একটা খেলার সুযোগ হয়নি। শ্রীলঙ্কা সিরিজেও অনিশ্চিত ছিলেন এই ক্রিকেটার। তবে মিরাজের জ্বরের কারণে একাদশে জায়গা পেয়েছেন তিনি।

দীর্ঘ সাত বছরের টেস্ট ক্যারিয়ারে বিদেশের মাটিতে একবার খেলার সুযোগ পেয়েছিলেন নাইম। ভারতের বিপক্ষে ২০১৯ সালে সে ম্যাচে ইনজুরির কারণে ম্যাচের মাঝেই ছিটকে পড়েছিলেন এই ক্রিকেটার। ফলে ভারতের মাটিতে বল করার সুযোগ হয়নি। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে এবারই প্রথম বিদেশের মাটিতে বল করার সুযোগ পেলেন নাইম।

দেশের বাইরে প্রথমবার বল করতে নেমে অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন এই ডানহাতি স্পিনার। গলে শ্রীলঙ্কার পাঁচ ব্যাটারকে প্যাভিলিয়নে পাঠিয়েছেন তিনি। তাতে ক্যারিয়ারের চতুর্থ এবং শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ফাইফারের দেখা পেয়েছেন এই ক্রিকেটার। তবে বিদেশের মাটিতে প্রথমবার খেলতে নেমেই ফাইফার পেলেন।

নাইমের বোলিং তোপে লিড পেল বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটে অবিশ্বাস্য এই কীর্তি গড়ার রেকর্ড রয়েছে কেবল একজনের। ২০১৪ সালে কিংস্টনে অভিষেক ম্যাচেই ফাইফার নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। অভিষেকের পাশাপাশি নিজের বিদেশের মাটিতে প্রথম ম্যাচেই ফাইফার নিয়েছেন তিনি। দ্বিতীয়বারের মতো এই কীর্তি গড়লেন নাইম ইসলাম।

বাংলাদেশের হয়ে তিন বা তার বেশি ফাইফার নিয়েছেন এমন ক্রিকেটারদের মধ্যে বিদেশে প্রথম ম্যাচেই ৫ উইকেট পেয়েছেন তাইজুল-নাইম। বিদেশের মাটিতে প্রথম ফাইফার পেতে সাকিবের তিন ম্যাচ খেলতে হয়েছিল। যেখানে রফিক ৪, মিরাজ ১৪ এবং শাহাদাত ১৮ ম্যাচ খেলার পর বিদেশের মাটিতে ফাইফার পেয়েছিলেন।

এমআই