
বিজয়ের প্রতি ভরসা রাখতে চান শান্ত, শোনালেন আশার বাণী
খেলা ডেস্ক
২১ জুন ২০২৫, ২১:৩৬
দীর্ঘ এক যুগের টেস্ট ক্যারিয়ার, তাতে মাত্র সাত ম্যাচ খেলেছেন এনামুল হক বিজয়। নিজের দোষেই যে ক্যারিয়ারটা বড় করতে পারেননি, তা নিজেও স্বীকার করবেন বিজয়। এমনকি দল থেকে পাওয়া সুযোগের সদ্ব্যবহারও করতে পারেননি তিনি। সাদা পোশাকে তার প্রত্যাবর্তন যেন ব্যর্থতার খোলসেই আটকে রয়েছে।
জিম্বাবুয়ে সিরিজে আচমকা টেস্ট দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। ডিপিএলের মাঝপথে তার জাতীয় দলে ফেরা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু রোডেশিয়ানদের বিপক্ষে আসল কাজটা করতে পারেননি। মাত্র ৩৯ রানে আউট হয়েছেন তিনি। এরপর শ্রীলঙ্কা সিরিজে বিজয়কে দলে রেখে স্কোয়াড ঘোষণা করা হয়।
ডানহাতি ব্যাটার হওয়ায় তার সুযোগ পাওয়াটা নিশ্চিতই ছিল। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে প্রথম ইনিংসে শূন্য, দ্বিতীয় ইনিংসে ৪ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন এই ব্যাটার। সবমিলিয়ে টেস্টে ১৩ ইনিংসে মাত্র ১১ গড়ে ১৪৩ রান করেছেন তিনি। তাতে পরবর্তী ম্যাচে বিজয়ের দলে সুযোগ পাওয়া নিয়ে থাকছে প্রশ্ন।
সাদা পোশাকের ক্রিকেটে তার সর্বোচ্চ সংগ্রহ ৩৯ রান, ব্যাটিং গড় ১০
তবে বিজয়ের প্রতি আরও ভরসা রাখতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ডানহাতি এই ওপেনারকে আরও সুযোগ দিতে চান জানিয়ে শান্ত বলেন, ‘সে অনেক দিন পর দলে এসেছে, দুটো টেস্ট খেলল টানা। আমার মনে হয়, তাকে আরেকটু সময় দেওয়া হলে এবং সবাই যদি তার ওপর আস্থা রাখে, তাহলে সে ভালো করবে।
তিনি আরও বলেন, ‘আমার তার ওপর সেই বিশ্বাসটা আছে এবং আমি মনে করি, সে ভালো কিছুই করবে। আমি তার শেষ ৩-৪টা ইনিংস নিয়ে একদমই চিন্তিত না।’
শান্ত বলেন, ‘খেলোয়াড়দের সামাজিকমাধ্যম হ্যান্ডেল করা গুরুত্বপূর্ণ। পাশাপাশি যারা কনটেন্ট তৈরি করে, সেই জায়গাটাতেও একটু শুদ্ধতা দরকার। আমি কী বলছি, সেটা যদি সম্মানের সঙ্গে, সুন্দরভাবে উপস্থাপন করা হয়, তাহলে ভালো। আমি বলছি না সমালোচনা হবে না—হবে, তবে সেটা যদি সম্মানের সঙ্গে হয়, তাহলে সেটা গঠনমূলক হয়ে ওঠে।’
এমআই