
নতুন দায়িত্ব পেলেন নাজমুল আবেদীন ফাহিম
খেলা ডেস্ক
২৩ জুন ২০২৫, ১৩:২১
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে (বিওএ) নিজেদের কাউন্সিলর পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৯ জুন পরিচালনা পর্ষদের সভায় সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিমকে বিওএ’তে বিসিবির প্রতিনিধি হিসেবে মনোনয়নের সিদ্ধান্ত হয়েছে।
গতকাল বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরি সুজন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বরাবর এক আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন। বিসিবি ও বিওএ উভয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে বিওএ’তে বিসিবির কাউন্সিলর ছিলেন ইসমাইল হায়দার মল্লিক। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী গেল বছর তাকে পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ফলে বিওএ’তে বিসিবির প্রতিনিধি পদটি শূন্য হয়ে পড়ে। এবার সেই পদে নাজমুল আবেদীন ফাহিমকে নিয়োগ দিল বিসিবি।
বিসিবি’র গঠনতন্ত্রে রয়েছে কোনো পরিচালক অন্য কোনো ফেডারেশনের নির্বাহী কমিটিতে থাকতে পারবেন না। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংস্থা। এটি মূলত ফেডারেশনের সমন্বয়ে গঠিত হয়। এই সংস্থায় বিসিবির পরিচালকের কমিটিতে থাকতে নিষেধাজ্ঞা নেই।
ফলে বিসিবির সহ-সভাপতি হওয়ার পাশাপাশি বিওএ’তে বিসিবির প্রতিনিধি হিসেবে নাজমুল আবেদীন ফাহিমের দায়িত্ব নেই কোনো বাধা নেই।
এমআই