
দ্বিতীয় টেস্টে ফিরছেন মিরাজ, বাদ পড়ছেন যিনি
খেলা ডেস্ক
২৪ জুন ২০২৫, ১৭:১০
শরীরে জ্বর নিয়েই শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অসুস্থতা থেকে মুক্তি না পাওয়ায় গলে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি। যদিও ম্যাচের মাঝামাঝি সময়ে সুস্থ হয়ে ওঠেছেন মিরাজ। দলের সঙ্গে মাঠেও এসেছিলেন শেষের দুই দিন। ফলে দ্বিতীয় টেস্টে মিরাজের খেলা অনুমেয় ছিল।
কলম্বো সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচেই একাদশে ফিরছেন মেহেদী হাসান মিরাজ। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। আজ কলম্বোতে ম্যাচ পূববর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।
মিরাজকে নিয়ে সিমন্স সংবাদ সম্মেলনে বলেন, ‘মিরাজ যে আগামীকালের ম্যাচ খেলবে, এটা নিশ্চিত। টেস্ট ফরম্যাটে সে বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার। তার অন্তর্ভুক্তি ব্যাটে-বলে দলের শক্তি বাড়াবে।’
প্রথম টেস্টে মিরাজ না থাকায় একাদশে সুযোগ পেয়েছিলেন ডানহাতি স্পিনার নাইম হাসান। বিদেশের মাটিতে প্রথমবার বল করতে নেমেই ফাইফারের মাইলফলক ছুঁয়েছেন তিনি। ম্যাচের দ্বিতীয় ইনিংসেও এক উইকেট নিয়েছেন এই স্পিনার। ফলে নাইমকে একাদশে বাদ দেওয়া প্রায় অসম্ভব।
বিষয়টি অকপটে স্বীকার করে বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘এখানকার উইকেট যেমনই হোক, প্রথমে মানিয়ে নিতে হয়। গল টেস্টে নাঈম ভালো করেছে। তাকে একাদশ থেকে বাদ দেওয়া কঠিন। তবে দলের জন্য যেটা ভালো হবে, সেই সিদ্ধান্ত নেব।’
মিরাজ ফিরলে এবং নাইম না বাদ পড়লে— একাদশে কে জায়গা হারাবেন, তা জানাননি ফিল সিমন্স। তবে উইকেট বিবেচনায় নাইমকে দলে রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। কারণ, এসএসসির মাঠে স্পিনাররা শেষের দিনগুলোতে বাড়তি সুবিধা পেয়ে থাকেন।
এক্ষেত্রে আগের একাদশ থেকে একজন ব্যাটার কমিয়ে নামতে পারে বাংলাদেশ। তাতে এনামুল হক বা জাকের আলীকে বাদ দেওয়া হতে পারে। যদিও গত সংবাদ সম্মেলনে, এনামুল হককে আরও সুযোগ দেওয়ার পক্ষে কথা বলেছেন অধিনায়ক শান্ত। ফলে প্রথম টেস্টে বাজে পারফর্ম করা জাকের আলীর জায়গায় ফিরতে পারেন মিরাজ।
এমআই