Advertisement
Us Bangla Airlines
সাকিবকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় মুমিনুল হক

সাকিবকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় মুমিনুল হক

খেলা ডেস্ক

২৪ জুন ২০২৫, ২০:৫১

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বিকল্প হিসেবে অভিষেক হয়েছিল মুমিনুলের। বিশ্বসেরা অলরাউন্ডারের ইনজুরির কারণে সেবার ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন মুমিনুল। এরপর সাদা পোশাকেও অভিষেক হয়েছিল তাঁর। ঘরের মাটিতে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করা মুমিনুল হয়ে ওঠেন পুরোদস্তুর টেস্ট ক্রিকেটার।

টেস্টে বাংলাদেশ দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন মুমিনুলের। ইতোমধ্যে বিভিন্ন রেকর্ড টপকিয়ে নতুন তালিকায় নিজের নাম বসিয়েছেন। এবার নিজের আইডল এবং বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার সাকিব আল হাসানকে ছাড়িয়ে যাওয়ার পালা। সেজন্য মাত্র ১৯ রান করতে হবে এই ব্যাটারকে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বলার মতো পারফর্ম করতে পারেননি মুমিনুল হক। দ্বিতীয় টেস্টে মাত্র মাত্র ১৯ রান করলেও রান সংখ্যায় সাকিব আল হাসানকে পেছনে ফেলবেন তিনি। পাশাপাশি বাংলাদেশের টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আসন পাতবেন এই বাঁহাতি ব্যাটার।

২০১৩ সালে টেস্টে অভিষেক হওয়া মুমিনুল ইতোমধ্যে চার হাজার ৫৯১ রান করেছেন। যেখানে টেস্টে সাকিব চার হাজার ৬০৯ রান করেছেন। তাতে ১৯ রান করলেই সাকিব ছাড়িয়ে তামিমকে ছুঁতে ছুটবেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম টেস্টে ৫ হাজার ১৩৪ রান করেছেন।

বাংলাদেশ টেস্ট ইতিহাসে রানের তালিকায় শীর্ষে রয়েছেন মুশফিকুর রহিম। বর্তমানে তার রান সংখ্যা ৬ হাজার ২৬৭। গুঞ্জন রয়েছে, ১০০ টেস্ট খেলেই ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক। তাতে ৩৩ বছর বয়সী মুমিনুলের সামনে সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে।

এমআই