Advertisement
Us Bangla Airlines
রেকর্ড গড়েই বিদায় নিলেন মুমিনুল হক

রেকর্ড গড়েই বিদায় নিলেন মুমিনুল হক

খেলা ডেস্ক

২৫ জুন ২০২৫, ১২:১৮

রেকর্ডের বরপুত্র সাকিব আল হাসানকে ছাড়িয়ে যাওয়া চাট্টিখানি কথা নয়। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সেই কাজটাই করলেন টপঅর্ডার ব্যাটার মুমিনুল হক। টেস্টে রানসংখ্যায় সাকিবকে ছাড়িয়ে যেতে মাত্র ১৯ রানের প্রয়োজন ছিল। কলম্বো টেস্টে লঙ্কানদের বিপক্ষে ২১ রান করে বিদায় নিয়েছেন তিনি।

সাকিবকে ছাড়িয়ে যাওয়ার দিনে বাংলাদেশের টেস্ট ইতিহাসে রান সংগ্রাহকের তালিকায় আরও এক ধাপ এগিয়েছেন মুমিনুল। ৪ হাজার ৬১২ রান করে বর্তমানে সেরা তিনে অবস্থান করছেন তিনি। এ তালিকায় মুমিনুলের ওপরে আছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম টেস্টে ৫ হাজার ১৩৪ রান করেছেন। যেখানে ৬ হাজার ২৬৭ রান করে বাংলাদেশ টেস্ট ইতিহাসে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন মুশফিকুর রহিম। সাকিবকে ছাড়ানো মুমিনুল নিশ্চয়ই তামিম-মুশফিককে ছাড়াতে চাইবেন।

সাকিবকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় মুমিনুল হক

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে আরেকবার পরাস্ত হলেন মুমিনুল হক। গল টেস্টে ২৯ এবং ১৪ রান করে আউট হওয়ার কলম্বো টেস্টে একই চিত্র দেখা মিলেছে। কলম্বোর এসএসসি স্টেডিয়ামে মাঠে থিতু হয়েও উইকেট বিলিয়ে আসলেন এই অভিজ্ঞ ব্যাটার।

১৭তম ওভারে আক্রমণে এসেই মুমিনুলেকে আউট করেন শ্রীলঙ্কা অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। খাটো লেংথের বলটি মুমিনুল অফসাইডে যেকোনো জায়গায় খেলতে পারতেন। কিন্তু অবিশ্বাস্যভাবে কাভারে বদলি ফিল্ডার পভন রত্নায়েকের হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে আউট হলেন তিনি।

এমআই