
তিন বছর টেস্ট না খেলা ক্রিকেটারকে দলে ফেরাল শ্রীলঙ্কা
খেলা ডেস্ক
২৩ জুন ২০২৫, ১৮:৩৯
শ্রীলঙ্কা ক্রিকেট দলে নিয়মিত মুখ দুনিথ ভেল্লালেগে। সাদা বলের স্কোয়াডে যেন অবধারিত নাম এই বোলিং অলরাউন্ডার। তবে তিন বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে মাত্র একটি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে খেলা সেই ম্যাচের পর আর টেস্ট দলে খেলা হয়নি তাঁর।
বাংলাদেশের বিপক্ষে এবার সাদা পোশাকের ক্রিকেটে ডাক পেয়েছেন দুনিথ ভেল্লালেগে। কলম্বো টেস্টে সেরা একাদশে সুযোগ পেলে প্রায় তিন বছর পর লাল বলের ক্রিকেটে ফিরবেন তিনি। সময়ের হিসাবে যা দুই বছর ১১ মাস ২৬ দিন।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটা ড্র হয়েছে। দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে যারা জিতবেন, তারাই শিরোপা অর্জন করবেন। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে স্কোয়াডে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। যেখানে যুক্ত হয়েছেন বাঁহাতি অলরাউন্ডার দুনিথ ভেল্লালেগে ও পেসার বিশ্ব ফার্নান্দো।
গল টেস্ট দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন অ্যাঞ্জেল ম্যাথিউস। স্বাভাবিকভাবেই এই টেস্টের স্কোয়াডে নেই তিনি। এ ছাড়া বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার মিলান রত্নায়েকে। ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না তার। মিলানের পরিবর্তে ডাক পেয়েছেন বিশ্ব ফার্নান্দো।
আগামী ২৫ জুন টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে এই ম্যাচ।
বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড
পাথুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুসল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রথনায়েক, প্রবাথ জয়সুরিয়া, থারিন্দু রত্নায়েকে, আকিলা ধানাঞ্জয়া, অসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা, ঈশিতা ভিজেসুন্দরা, দুনিথ ভেল্লালেগে, বিশ্ব ফার্নান্দো।
এমআই