Advertisement
Us Bangla Airlines
মাইলফলক ছুঁয়েই আউট হলেন লিটন দাস

মাইলফলক ছুঁয়েই আউট হলেন লিটন দাস

খেলা ডেস্ক

২৫ জুন ২০২৫, ১৭:১০

বৃষ্টির আগেই ক্যাচ তুলে দিয়েছিলেন লিটন কুমার দাস। কঠিন ক্যাচটা তালুবন্দী করতে পারেননি লঙ্কান স্পিনার প্রবাথ জয়সুরিয়া। বৃষ্টির পর ফিরে লিটনের দুর্দান্ত শুরু। কিন্তু ব্যক্তিগত ৩০ রানে পা রাখতেই হাঁসফাঁস শুরু করেছেন তিনি। ম্যাচের ৪৭তম ওভারে আবার ক্যাচ তুলে দেন লিটন দাস।

বোলার প্রবাথ জয়সুরিয়া এবারও ক্যাচটি ধরতে পারেননি। অবশ্য এবারের বলটি ফাঁকায় পড়ায় বেঁচে যান লিটন দাস। কিন্তু পরের ওভারেই অভিষিক্ত সোনাল দিনুশার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন লিটন। কয়েক দফা চেষ্টার পর তা তালুবন্দী করেছেন উইকেটরক্ষক কুশল মেন্ডিস।

মুশফিকের যে রেকর্ডটা ভাঙতে চান না লিটন দাস

দুইবার জীবন পাওয়ার পর ৫৬ বলে ৩৪ রান করে আউট হয়েছেন লিটন দাস। অভিষিক্ত দিনুশাকে উইকেট বিলিয়ে আসার দিনে নতুন কীর্তিতে পা রেখেছেন তিনি। সাদা পোশাকের ক্রিকেটে রান সংখ্যায় মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়িয়েছেন তিনি।

কলম্বো টেস্টে খেলতে নামার আগে টেস্টে ২৮৮১ রান করেছিলেন লিটন কুমার দাস। চলতি টেস্টে মাত্র ৩৪ রান করলে রিয়াদকে টপকে যাওয়ার সুযোগ ছিল লিটনের সামনে। টাইগার উইকেটকিপার মেপে মেপে ৩৪ রান করেই বিদায় নিয়েছেন। তাতে বাংলাদেশ টেস্ট ইতিহাসে রান সংগ্রাহকের তালিকায় ষষ্ঠ স্থানে ওঠেছেন লিটন।

টেস্ট ক্রিকেটে বর্তমানে লিটনের রান সংখ্যা ২৯১৫। আর ১১২ রান করলেই হাবিবুল বাশারকে ছাড়িয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে উঠবেন তিনি। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সাদা পোশাকের ক্রিকেটে ৩০২৬ রান করে অবসর নিয়েছেন।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে গলে প্রথম ইনিংসে ৯০ এবং দ্বিতীয় ইনিংসে ৩ রান করেছিলেন লিটন দাস। তাতে ব্যাটারদের র‌্যাংকিংয়ে অবনমন হয়েছে এই ক্রিকেটারের। পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক র‌্যাংকিংয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, আগের তুলনায় তিন ধাপ পিছিয়েছেন তিনি।

এমআই