
৪০ বলে ৪ রান, বিজয়কে নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
খেলা ডেস্ক
২৫ জুন ২০২৫, ২১:০১
শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টেই এনামুল হক বিজয়কে সুযোগ দিয়েছে বাংলাদেশ। গল টেস্টের প্রথম ইনিংসে ১০ বল খেলে শূন্য রানে আউট হয়েছিলেন বিজয়। দ্বিতীয় ইনিংসে ২০ বল খেললেও মাত্র চার করেছেন তিনি। আজ কলম্বো টেস্টে ফের প্রথম ইনিংসে ১০ বল খেলে শূন্য রানে আউট হয়েছেন তিনি।
সবমিলিয়ে শ্রীলঙ্কা সফরে ৪০ বল মোকাবেলা করে মাত্র চার করতে পেরেছেন এই ওপেনার। ঘরোয়াতে সফল হলেও আন্তর্জাতিক ক্রিকেটে এসে বিজয় কেন রান করতে পারছেন না, এমন প্রশ্ন করা হয়েছিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে।
জবাবে বুলবুল বলেন, ‘আমি যে পজিশনে আছি, বোর্ড সভাপতি হিসেবে আমার পক্ষে এটা বলা সম্ভব না। আপনি যদি আমাকে খেলোয়াড় হিসেবে, কোচ হিসেবে জিজ্ঞেস করতেন হয়তো আমি উত্তর দিতে পারতাম।’
‘কিন্তু আমি এখন দেব না, এজন্য যে ওই কাজটার জন্য আমরা একজন কোচ রেখেছি। ভালো হবে তার কাছেই প্রশ্নটা করেন’-যোগ করেন তিনি।
টেস্ট ক্রিকেট নিয়ে বুলবুল বলেন, ‘সবকিছুর মূলে আমি মনে করি টেস্ট ক্রিকেটটা স্কিল একটা জায়গায় থাকে, কিন্তু মেইন যে জিনিসটা সেটা টেস্ট ক্রিকেট একটা মাথার খেলা। আপনি কতটুকু স্ট্যাবল আছেন, আপনি কতটুকু স্ট্যাবিলিটি নিয়ে চিন্তা করে মেন্টাল স্টেটমেন্ট কতটুকু ক্লিয়ার, সেই জায়গাটাই আমাদের মনে হয় কাজ করা উচিত।’
এমআই