
ব্যাট হাতে ফের সোহানের ঝলক, জিতল সৌম্য-শামীমরা
খেলা ডেস্ক
২৬ জুন ২০২৫, ১৪:২৯
জাতীয় দলে সুযোগ না পাওয়া সোহান প্রস্তুতি ম্যাচে নিজের জাত চেনাচ্ছেন। চট্টগ্রামে অনুশীলন ম্যাচের প্রথমটিতে ৯৭ এবং দ্বিতীয় ম্যাচে ৬৮ রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তবে শামীম পাটোয়ারীর বিধ্বংসী ব্যাটিংয়ে ৩৯.৩ ওভারে ম্যাচটি হেরে যায় সোহানদের লাল দল।
গতকাল চট্টগ্রামে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লাল দল। যেখানে ৪৯ ওভারে সব উইকেট হারিয়ে ২৩০ রানের মাঝারি সংগ্রহ পায় তাওহীদ হৃদয়ের টিম। দুই ওপেনার তানজিম হাসান তামিম ও নাঈম শেখ এদিন দ্রুতই আউট হয়ে যান।
তামিম ১১ বলে ১৭ রান করে শরিফুল ইসলামের বলে বোল্ড হন। ৭ বলে ১১ রান করে তানজিম হাসান সাকিবের বলে এলবিডব্লিউ হন নাঈম শেখ। অধিনায়ক তাওহীদ হৃদয়ও দ্রুতই বিদায় নেন। ২৯ বলে ১৯ রান করে আউট হন তিনি। শামীমের থ্রোয়ে রানআউটের শিকার হন তাওহীদ।
চতুর্থ উইকেটে দলের হাল ধরেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান। ডিপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন সোহান। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষেও ম্যাচজয়ী এক সেঞ্চুরি করেছিলেন তিনি। ঘরোয়া টুর্নামেন্টে দারুণ পারফর্ম করার পরেও শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলের স্কোয়াডে জায়গা হয়নি সোহানের।
তবে প্রস্তুতি ম্যাচেও ভালো খেলেছেন লাল দলের উইকেটরক্ষক ব্যাটার। প্রথম ম্যাচে ৯৭ রান করা সোহান, এই ম্যাচে ৮৫ বলে ৬৮ রান করেন। মোস্তাফিজের বলে আউট হওয়ার আগে চারটি চার ও একটি ছক্কা হাঁকান এই ডানহাতি ব্যাটার।
সোহানকে সঙ্গ দেওয়া সাইফ হাসানও অর্ধশতক করেন। পাঁচটি চার ও একটি ছক্কায় ১০৮ বলে ৭১ রান করেন সাইফ। এরপর ব্যাট করতে নামা সৈকত, রিশাদ, তাসকিন, নাসুম, মৃত্যুঞ্জয়— কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ফলে ২৩০ রানেই থামে লাল দলের ইনিংস।
২৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সবুজ দলের। ২৮ বলে ১৬ রান করে বিদায় নেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে ধারাবাহিকতা ধরে রেখেছেন জাতীয় দল থেকে বাদ পড়া সৌম্য সরকার। পাঁচটি চার ও একটি ছক্কায় ৪৩ বলে ৪০ রান করেন এই ওপেনার।
তিনে নামা অমিত হাসান পেয়েছেন ফিফটির দেখা। সাতটি চার ও একটি ছক্কায় ৮৯ বলে ৭৩ রান করেন তিনি। চারে নামা ইয়াসির আলি চৌধুরী রাব্বি ৪৭ বলে ৪৪ রান করেন। রিশাদের বলে ক্যাচ আউট হওয়ার আগে রাব্বির ব্যাট থেকে আসে পাঁচটি চার ও দুটি ছক্কা।
সবুজ দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অমিত ও শামীম হোসেন পাটোয়ারি। আগের ম্যাচে ধীরগতির ব্যাটিং করা শামীম এদিন ৩২ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন। যেখানে পাঁচটি চার ও তিনটি ছক্কা হাঁকান তিনি। ফলে ৩৯.৩ ওভারে ২৩৫ রান সংগ্রহ করে সাত উইকেটের বড় জয় পায় সবুজ দল।
এমআই