Advertisement
Us Bangla Airlines
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বদলসহ ত্রিদেশীয় সিরিজে একাধিক চমক!

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বদলসহ ত্রিদেশীয় সিরিজে একাধিক চমক!

খেলা ডেস্ক

২৬ জুন ২০২৫, ১৮:২২

জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। হারারেতে অনুষ্ঠিত হতে চলা এই সিরিজকে ঘিরে ইতোমধ্যে দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। ১৪ সদস্যের এই স্কোয়াডে নেই প্রোটিয়াদের নিয়মিত অধিনায়ক এইডেন মার্করাম।

ত্রিদেশীয় সিরিজে আফ্রিকাকে নেতৃত্ব দেবেন মিডলঅর্ডার ব্যাটার রাসি ফন ডার ডুসেন। প্রোটিয়াদের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন লুহান-দ্রে প্রেটোরিয়াস। এসএ-২০'র সবশেষ আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন এই তরুণ ওপেনার।

টেস্ট ও ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতেও প্রথমবারের মতো ডাক পেয়েছেন করবিন বশ্চ ও স্পিনার সিনুরান মুথুস্বামী। এছাড়া এসএ-২০'তে নজর কাড়া আরেক ব্যাটার রুবিন হেরমানও দক্ষিণ আফ্রিকা জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন।

ক্রিকেট থেকে একইদিনে দুই পাওয়ার হিটারের বিদায়!

ত্রিদেশীয় সিরিজ দিয়ে দীর্ঘদিন পর প্রোটিয়া একাদশে ফিরছেন দুই পেসার নান্দ্রে বার্গার ও জেরাল্ড কোয়েতজি। দুজনই দীর্ঘদিন ইনজুরিতে ভুগেছেন এবং এই মুহূর্তে মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খেলছেন। এছাড়া দুই বছর পর দলে ফিরছেন ‘বেবি এবি’ খ্যাত ব্রেভিসও।

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে এই সিরিজে থাকছেন না প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। একই কারণে নেই ডেভিড মিলার, রায়ান রিকেলটন, ওটনিল বার্টম্যানরা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো হেইনরিখ ক্লাসেনও থাকছেন না এই সিরিজে।

আগামী ১৪ জুলাই হারারেতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ স্বাগতিক জিম্বাবুয়ে। সিরিজের ফাইনাল ম্যাচ আগামী ২৬ জুলাই।

দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: রাসি ফন ডার ডুসেন (অধিনায়ক), করবিন বশ্চ, দেভাল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েতজি, রিজা হেনড্রিকস, রুবিন হেরমান, জর্জ লিনদে, কিওয়েনা মাপাখা, সেনুরান মুথুস্বামী, লুঙ্গি এনগিডি, এনকাবা পিটার, লুহান-দ্রে প্রেটোরিয়াস ও আন্দিলে সিমেলানে।

এমআই