
রিপনের হেলমেট টেনে আজীবন নিষিদ্ধ হবেন সেই ক্রিকেটার?
খেলা ডেস্ক
৩১ মে ২০২৫, ১৭:২০
বাংলাদেশি ক্রিকেটার রিপন মণ্ডলের হেলমেট টানার খবর পুরনো। গত বুধবার মিরপুরে চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনে রিপনের সঙ্গে এ কাণ্ড ঘটান দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের বোলার ইনোসেন্ট এনতুলি। বাইশ গজে প্রোটিয়া এই ক্রিকেটারের এমন ঘটনা ক্রিকেটপাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।
চার দিনের ম্যাচ হওয়ায় সেদিন এনতুলিকে তাৎক্ষণিক শাস্তি দেয়নি ম্যাচ রেফারি। তবে গতকাল বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার পর সেই কাণ্ডের জন্য শাস্তি প্রদান করেছেন ম্যাচ রেফারি সেলিম শাহেদ। যেখানে প্রোটিয়া বোলারকে চারটি সাসপেনশন পয়েন্ট দিয়েছে আম্পায়ার-রেফারিরা।
একই ঘটনায় আরেক প্রোটিয়া ক্রিকেটার মিকায়েল প্রিন্সকে ১টি এবং বাংলাদেশি বোলার রিপন মন্ডলকে ২টি সাসপেনশন পয়েন্ট দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ম্যাচ রেফারি সেলিম শাহেদ বলেন, ‘(রিপনের হেলমেট টানা) ইনোসেন্ট এনতুলিকে চারটি সাসপেনশন পয়েন্ট দিয়েছি। তার আরেক সতীর্থ ক্রিকেটার মিকায়েল প্রিন্সকে দেওয়া হয়েছে এক পয়েন্ট। এ ছাড়া বাজে শব্দ ব্যবহারের কারণে রিপন মন্ডলকে দুটি পয়েন্ট দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা সাসপেনশন পয়েন্ট দিয়ে দিয়েছি, এখন পয়েন্ট অনুযায়ী দুই বোর্ড যে সিদ্ধান্ত নেয় আরকি। তারা কয় ম্যাচ ফাইন করবে, তা ওয়ানডে-টেস্ট নাকি টি-টোয়েন্টিতে মানা হবে সেটা তাদের ব্যাপার। দুই দেশের ক্রিকেট বোর্ডের কাছে আমরা প্রমাণও পাঠিয়েছি।’
চারটি সাসপেনশন পয়েন্টের জন্য কত ম্যাচ নিষিদ্ধ হতে পারেন এনতুলি, তা আপাতত জানার সুযোগ নেই। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষ ক্রিকেটার বা দর্শকের ওপর শারীরিক হামলা লেভেল ৪ অপরাধ হিসেবে গণ্য করা হয়। এ লেভেলের অপরাধের জন্য ক্রিকেটাররা বড় শাস্তির মুখোমুখি হতে পারেন।
নিয়ম বলছে, লেভেল ৪ অপরাধের জন্য কোনো ক্রিকেটার পাঁচটি চার-দিনের ম্যাচ অথবা ১০টি ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন। এছাড়া অপরাধের অবস্থার ওপর ভিত্তি করে সেই ক্রিকেটার আজীবন নিষেধাজ্ঞায় পড়তে পারেন। এবার এনতুলিকে কোন শাস্তি দেয় আফ্রিকা ক্রিকেট, সেটাই দেখার বিষয়।
এমআই