
এনামুলের সঙ্গে যেভাবে মিলে গেলেন স্যাম কনস্টাস
খেলা ডেস্ক
২৭ জুন ২০২৫, ১৬:২১
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই আউট হতে পারতেন ওপেনার স্যাম কনস্টাস। জেইডেন সিলসের বলটি ‘চপড অন’ হয়ে অল্পের জন্য স্টাম্পে লাগেনি। সেই ওভারের বাকি বলগুলো কোনোমতে সামাল দিয়েছেন কনস্টাস। কিন্তু পরের ওভারেই বড় পরীক্ষায় পড়েছেন এই অজি ওপেনার।
অস্ট্রেলিয়ানদের নাভিশ্বাস তোলা শামার জোসেফকে খেলতে যেন অপ্রস্তুত ছিলেন তিনি। ওভারের চতুর্থ বলে অফ স্টাম্পের বাইরে দিয়ে বের হয়ে যাওয়া ডেলিভারিতে বড় শট খেলতে চেয়েছিলেন কনস্টাস। তাতে টপ এজ হয়ে বল থার্ড স্লিপে দাঁড়ানো জন ক্যাম্পবেইলের কাছে পৌঁছালেও তিনি ক্যাচটি ধরতে পারেননি।
এক বল বিরতির পর আবারও জোসেফের বলে ক্যাচ তুলে দেন স্যাম কনস্টাস। সামান্য বের হয়ে যাওয়া বলকে খোঁচা দিয়ে সেকেন্ড স্লিপে দাঁড়িয়ে থাকা জাস্টিন গ্রেভসের হাতে বল তুলে দেন এই অজি ওপেনার। কিন্তু ক্যারিবিয়ানদের দুর্দান্ত ফিল্ডার হিসেবে বিবেচিত গ্রেভসও ক্যাচটি তালুবন্দী করতে পারেননি।
দুই জীবন পাওয়া কনটাস্ট শেষ পর্যন্ত ইনিংসটি বড় করতে পারেননি। ৩৮ বল মোকাবিলার পর মাত্র ৫ রান করে বিদায় নিয়েছেন এই ডানহাতি ব্যাটার। সেই শামার জোসেফের ১৪২ গতির ইনসুইং বলে ‘চপড অন’ হয়ে বোল্ড হয়েছেন তিনি।
সাদা পোশাকে একদিন আগে একই কাণ্ড ঘটিয়েছিলেন বাংলাদেশি ওপেনার এনামুল হক বিজয়। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের তৃতীয় ওভারের প্রথম বলে সেকেন্ড স্লিপে ক্যাচ দেন বিজয়। আসিথা ফার্ন্দাদোর পরের বলেই থার্ড স্লিপে আবারও ক্যাচ দেন টাইগার ওপেনার। কিন্তু কোনো ক্যাচই ধরতে পারেননি লঙ্কান ফিল্ডাররা।
শূন্য রানে দুইবার জীবন পাওয়া এনামুল হক শেষ পর্যন্ত আসিথা ফার্ন্দাদোর বলেই শূন্য রানে বিদায় নিয়েছেন। টাইগার ওপেনারের সঙ্গে মিল রেখে একই বোলারের ওভারে দুইবার জীবন পাওয়া এবং সেই বোলারকেই শেষ পর্যন্ত উইকেট বিলিয়ে দিয়ে আসার প্রচলন যেন অনুসরণ করেছেন অজি ওপেনার স্যাম কনস্টাস।
এমআই