
সেঞ্চুরি করে ৬১ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন প্রিটোরিয়াস
খেলা ডেস্ক
২৮ জুন ২০২৫, ২০:২৪
জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমেই ইতিহাস গড়েছেন দক্ষিণ আফ্রিকার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। অভিষেক ম্যাচেই ৬১ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন এই বাঁহাতি ব্যাটার। জিম্বাবুয়ের কুইনস ক্লাবে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। যেখানে দলের অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে তরুণদের নিয়ে দল গড়েছে প্রোটিয়ারা। দলের সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয়েছে লুয়ান-ড্রে প্রিটোরিয়াসের।
১৯ বছর ৯৩ দিন বয়সে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে অভিষেক হয়েছে তাঁর। বর্তমানে দলটির টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ড দখলে নিয়েছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই ১৬০ বলে ১৫৩ রান করে আউট হয়েছেন এই তরুণ ক্রিকেটার।
এর আগে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড ছিল দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান গ্রায়েম পোলকের। ক্যারিয়ারের তৃতীয় টেস্টে ১৯৬৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পোলক সেঞ্চুরি করেছিলেন ১৯ বছর ৩১৭ দিন বয়সে।
সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরির বিশ্ব রেকর্ডটা অবশ্য বাংলাদেশের আশরাফুলের। ২০০১ সালে টেস্ট অভিষেকেই কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে (১৭ বছর ৬১ দিন) সেঞ্চুরি করেছিলেন। আশরাফুলের সেঞ্চুরি করা সেই ভেন্যুতে আজ ইনিংস ব্যবধানে ম্যাচ হেরেছে বাংলাদেশ।
এদিকে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করা দক্ষিণ আফ্রিকার সপ্তম ক্রিকেটার প্রিটোরিয়াস। তার আগে সবশেষ এই স্বাদ পেয়েছিলেন স্টিফেন কুক, ২০১৬ সালে সেঞ্চুরিয়নে ইংল্যান্ডের বিপক্ষে। প্রথম শ্রেণির ক্রিকেটে আট ম্যাচে প্রিটোরিয়াসের চতুর্থ সেঞ্চুরি এটি।
এমআই