
শান্তের রেকর্ড ভেঙে ব্যাট হাতে বৈভবের ইতিহাস
খেলা ডেস্ক
০৫ জুলাই ২০২৫, ২০:৫৫
ক্রিকেট অনুসরণ করেন, এমন প্রত্যেকেই বৈভব সূর্যবংশীকে চিনে থাকার কথা। আইপিএলে সবচেয়ে কম বয়সে শতক হাঁকিয়ে ইতিহাস গড়েছিলেন এই টপ অর্ডার ব্যাটার। আইপিএলের খুনে মেজাজটা যেন ইংল্যান্ডে নিয়ে এসেছেন বৈভব। ইংলিশদের বিপক্ষে আজ মাত্র ৫২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
ইংল্যান্ডের বোলারদের তুলোধুনো করে শতক হাঁকানোর ম্যাচে একাধিক রেকর্ডও গড়েছেন বৈভব সূর্যবংশী। যুব ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড এখন বৈভবের। ২০১৩ সালের আগস্টে লেস্টারে ইংল্যান্ডের বিপক্ষেই ৫৩ বলে সেঞ্চুরি করে এতদিন রেকর্ডটি ছিল পাকিস্তানের কামরান গুলামের।
আগ্রাসী ব্যাটিংয়ের দিনে বাংলাদেশের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তেরও রেকর্ড ভেঙেছেন ভারতীয় বৈভব। ২০১৩ সালে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। টাইগার ক্রিকেটারের সেদিন বয়স ছিল ১৪ বছর ২৪১ দিন। যুব ওয়ানডেতে এতদিন শান্তই ছিলেন সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।
এবার শান্তের রেকর্ড কেড়ে নিয়েছেন ভারতীয় ওপেনার বৈভব সূর্যবংশী। ১৪ বছর ১০০ দিনে আজ ইংল্যান্ডের বিপক্ষে শতক হাঁকিয়েছেন এই ক্রিকেটার।
ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ যুব ওয়ানডেতে ৭৮ বলে ১৪৩ রানের টর্নেডো ইনিংস খেলেন বৈভব সূর্যবংশী। যেখানে ১৩ চারের সঙ্গে ১০টি ছক্কা হাঁকিয়েছেন এই ব্যাটার। যুব ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডও গড়েছেন বৈভব। এর আগের রেকর্ডটাও ছিল তার।
এমআই