Advertisement
Us Bangla Airlines
টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়ার কারণ জানালেন সাইফউদ্দিন

টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়ার কারণ জানালেন সাইফউদ্দিন

খেলা ডেস্ক

০৭ জুলাই ২০২৫, ১৪:৪৮

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দলে ফিরেছেন একাধিক মুখ। ওপেনার নাইম ইসলাম ফিরছেন প্রায় তিন বছর পর। বাঁহাতি স্পিনার নাসুমও খেলেছিলেন প্রায় দুই বছর আগে। তাসকিন-মোস্তাফিজেরা ফিরেছেন ইনজুরি কাটিয়ে। তবে এদের সবাইকে ছাড়িয়ে চমক জাগানো নাম ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন।

জাতীয় দলে ১৩ মাস পর ফিরলেও তার জায়গা পাওয়ার বিশেষ কারণ ছিল না। বিপিএলের সবশেষ মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে ১২ ইনিংসে ১২ উইকেট শিকার করেছেন সাইফউদ্দিন। যেখানে ওভারপ্রতি প্রায় ১০ রান করে খরচ করেছেন। অন্যদিকে ব্যাট হাতে ৮ ইনিংসে এক ফিফটিতে করেছেন মাত্র ১১১ রান।

ব্যাটে-বলে অবদান রাখলেও তা যে ‘আপ টু দ্য মার্ক’ ছিল না, তা বলে দেওয়াই যায়। ফলে আমিরাত ও পাকিস্তান সিরিজে ছিল না সাইফউদ্দিনের নাম। তবে এই দুই সিরিজে দলে অলরাউন্ডারের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে বিসিবি। তাতেই শ্রীলঙ্কা সিরিজের সাইফউদ্দিনের ওপর ভরসা করছে টাইগার ক্রিকেট বোর্ড।

টি-টোয়েন্টি দলে এই বোলিং অলরাউন্ডারকে জায়গা দিতে চট্টগ্রামে পরখ করেছিল বিসিবি। জাতীয় দলের ক্রিকেটাররা দুই ভাগ হয়ে চট্টগ্রামে অনুশীলন ম্যাচ খেলেছেন। সেখানে খেলেছিলেন সাইফউদ্দিন। সেই অনুশীলন ম্যাচকে জাতীয় দলে ফেরার কারণ হিসেবে দেখছেন ফেনীর সন্তান।

জাতীয় দলে ফেরার অনুভূতি নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘আমি মিরপুরে এবং চট্টগ্রামে দলের সঙ্গে কয়েকটা ক্যাম্প করেছি। চেষ্টা করেছি নিজেকে ছাড়িয়ে যাওয়ার। কতটা পেরেছি জানি না, হয়তো নির্বাচকেরা আমার প্রতি সন্তুষ্ট ছিলেন, যার কারণে এই সুযোগ পাওয়া।’

জাতীয় দলে ফিরলেও তার জায়গা পাওয়া এতটা সহজ হবে না। কারণ, ব্যাটে-বলে ভালো সময় কাটাচ্ছেন তানজিম হাসান সাকিব। আবার খারাপ পারফর্ম করলে দল থেকে বাদও পড়তে পারেন সাইফউদ্দিন। তিনি বলেন, ‘১৩ মাস পর আবার জাতীয় দলে সুযোগ পেয়েছি। সুযোগ পাওয়ার চেয়ে জায়গাটা ধরে রাখা অনেক কঠিন, সেই লক্ষ্যই থাকবে।’

২০২৪ সালের বিপিএলে ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়েছিলেন সাইফউদ্দিন। গত বছর বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েছিলেন তিনি। সেই সিরিজে ৪ ম্যাচে ৮ উইকেট নিলেও বেশ খরুচে ছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার। জাতীয় দলে সেটাই ছিল সাইফউদ্দিনের সবশেষ ম্যাচ।

এমআই