
শান্ত’র চোট নিয়ে সবশেষ যা জানা গেল
খেলা ডেস্ক
০৮ জুলাই ২০২৫, ১২:০৮
শ্রীলঙ্কার বিপক্ষে অঘোষিত ফাইনালে আজ মাঠে নামছে বাংলাদেশ। পাল্লাকেলে লঙ্কানদের হারাতে পারলেই তাদের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতবে টাইগাররা। সিরিজ নির্ধারণী ম্যাচে কলম্বো ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে চাইবে বাংলাদেশ। শুধু হাসান মাহমুদের পরিবর্তে একাদশে যোগ দিবেন তাসকিন।
উইনিং কম্বিনেশন ধরে রাখার পরিকল্পনার মাঝে চিন্তা বাড়াচ্ছে সাবেক অধিনায়ক নাজমুল হোসেনের চোট। দ্বিতীয় ওয়ানডেতে বাউন্ডারি লাইনে চার বাঁচাতে গিয়ে ডাইভ দেন এই ক্রিকেটার। তাতেই পায়ের মাংসপেশিতে (কোয়াড্রিসেপসে) চোট পান শান্ত। এরপর ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে ছিলেন তিনি।
নাজমুলের ইনজুরি নিয়ে গতকাল সবশেষ তথ্য দিয়েছেন পারভেজ হোসেন ইমন। শান্তর চোট নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা তো খেলার মধ্যেই আছি, আমরা প্রায় রেডি। (নাজমুল হোসেন) শান্ত ভাই এখন পর্যন্ত ভালো আছে, আলহামদুলিল্লাহ।’
এদিকে, বাংলাদেশ দলের ব্যাটাররা ক্রিজে থিতু হয়েও ইনিংস টেনে নিতে না পারছেন না। এ প্রসঙ্গে দলের অভ্যন্তরে আলোচনা হয়েছে বলে জানান ইমন, ‘হৃদয় ভাই দুর্ভাগ্যবশত রানআউট হয়েছে। এটাই আমাদের টিম মিটিংয়ে বলা হয়েছে, সবাই বলেছে যে আমরা যদি সেট হই, তাহলে আমাদের বড় ইনিংস খেলতে হবে।’
গত ম্যাচে নিজের আউট নিয়েও আক্ষেপ আছে বাঁ-হাতি এই ওপেনারের। সেঞ্চুরি না পাওয়ায় ইমন বলেন, ‘আমরা (ইনিংস) লম্বা করতে পারিনি সত্যি। আউট হওয়ার পর আমার অনেক খারাপ লাগছিল, হয়তো–বা সেট হয়ে আউট হয়েছি। উইকেট ভালো ছিল, সেঞ্চুরি করা যেত।’
উল্লেখ্য, শান্ত শেষ পর্যন্ত খেলার জন্য ফিট না থাকলে সমস্যায় পড়বে বিসিবি। তার পরিবর্তে দলে জায়গা পেতে পারেন লিটন দাস কিংবা নাইম শেখ। বাজে ফর্মের কারণে লিটনের জায়গা পাওয়ার সম্ভবনা কমই বলা চলে। তবে টি-টোয়েন্টি অধিনায়ককে ফর্মে ফেরাতে লিটনকেই খেলাতে চায় ম্যানমেন্টের একাংশ।
এমআই