Advertisement
Us Bangla Airlines
দ্বিতীয় ওয়ানডেতে বাদ পড়ছেন লিটন দাস!

দ্বিতীয় ওয়ানডেতে বাদ পড়ছেন লিটন দাস!

খেলা ডেস্ক

০৪ জুলাই ২০২৫, ১৭:১৬

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। সিরিজ হার এড়াতে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে মিরাজদের। নতুন ম্যাচকে ঘিরে আজ শুক্রবার কলম্বোতে অনুশীলন করেছে টাইগাররা। সেখানে ওয়ানডে স্কোয়াডের বাকি ক্রিকেটাররা থাকলেও ছিলেন না লিটন দাস।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন টাইগারদের এই উইকেটরক্ষক ব্যাটার। লঙ্কানদের বিপক্ষে সবশেষ তিন ইনিংসেই শূন্য রানে আউট হয়েছেন তিনি। ওয়ানডেতে শুধু শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচবার ডাক মেরেছেন লিটন। দলটির বিপক্ষে ব্যাটিং গড় মোটে ৭!

বাংলাদেশের হয়ে এক দশক খেলা লিটনের এমন করুণ অবস্থা দলকে কতটা চাপে ফেলেছে, তা নতুন করে বলার কিছু নেই। তবে দলের অনুশীলনে তার না থাকা ভিন্ন বার্তা দিচ্ছে। দ্বিতীয় ওয়ানডেতে বাদ পড়তে পারেন এই উইকেটরক্ষক ব্যাটার। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি বিসিবি।

এদিকে লিটন না থাকলেও আজ অনুশীলন করেছেন রিশাদ হোসেন। অসুস্থ থাকার কারণে প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি এই লেগ স্পিনার। তবে দ্বিতীয় ওয়ানডের আগে তিনি সুস্থ হয়ে উঠেছেন। আগামী কালকের ম্যাচে তাকে একাদশে দেখা যেতে পারে। লিটনের পরবর্তী একাদশে আসতে পারেন তিনি।

আগামীকাল শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩ টায়। বাংলাদেশকে এ ম্যাচে হারাতে পারলেই সিরিজ জিতে নেবে শ্রীলঙ্কা। অন্যদিকে, বাংলাদেশ জিতলে সিরিজে সমতা আনার পাশাপাশি র‌্যাঙ্কিংয়ে উন্নতি আসবে।

এমআই