Advertisement
Us Bangla Airlines
জাকেরের ৩২ ধাপ উন্নতি, সুখবর পেলেন হৃদয়

জাকেরের ৩২ ধাপ উন্নতি, সুখবর পেলেন হৃদয়

খেলা ডেস্ক

০৯ জুলাই ২০২৫, ১৬:০৩

বাংলাদেশ ক্রিকেটের নতুন ক্রাইসিস ম্যান জাকের আলী অনিক। দলের প্রয়োজনে রানার চাকা ঘোরালেও ম্যাচের চাকা খুব একটা ঘোরাতে পারেননি। তবে সম্মানজনক হারে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন জাকের। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে একই চিত্র দেখা গিয়েছে।

তিন ম্যাচের এই সিরিজে সব ম্যাচেই শুরু পেয়েছিলেন জাকের আলী। প্রথম ম্যাচে সঙ্গীর অভাবে দলকে ভালো অবস্থানে নিতে পারেননি। তবুও বাকিদের ব্যর্থতার দিনে ৫১ রান করে আউট হয়েছেন এই ক্রিকেটার। দ্বিতীয় ম্যাচে ২৪ এবং তৃতীয় ম্যাচে ২৭ রান করেছেন এই ক্রিকেটার।

সবমিলিয়ে তিন ম্যাচে ১০২ রান করে ওয়ানডেতে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ৩২ ধাপ উন্নতি হয়েছে জাকের আলীর। বর্তমানে এই ডানহাতি ব্যাটারের অবস্থান ৫৯তম।

মোস্তাফিজ-মাশরাফিকে ছাড়িয়ে সবার ওপরে তাসকিন

সিরিজের শেষ দুই ম্যাচে ফিফটি হাঁকিয়েছেন টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়। মন্থর গতিতে ফিফটি করে ব্যক্তিগত মাইলফলক ছুঁলেও দলের জন্য খুব একটা কাজে আসেনি। তবুও আইসিসি থেকে সুখবর পেয়েছেন এই ক্রিকেটার। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ৫১তম স্থানে রয়েছেন হৃদয়।

প্রথম ম্যাচে ৬৭ রান করা ওপেনার তানজিদ তামিম এগিয়েছেন ১৯ ধাপ। তবে এ তালিকায় বাংলাদেশের হয়ে সবার ওপরে রয়েছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লঙ্কা সিরিজে শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ফলে ব্যাটিং ব্যর্থতায় ৬ ধাপ পিছিয়ে ৩৪-এ নেমেছেন শান্ত।

ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে তাসকিন ২ ধাপ ও তানজিম হাসান ১৮ ধাপ এগিয়েছেন। বিপরীতে ১১ ধাপ পিছিয়েছেন টাইগারদের পোস্টারবয় মোস্তাফিজুর রহমান।

এমআই