Advertisement
Us Bangla Airlines
টি-টোয়েন্টি সিরিজের আগে বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি সিরিজের আগে বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা

খেলা ডেস্ক

০৯ জুলাই ২০২৫, ১৬:৩৭

ওয়ানডের পর বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। আগামীকাল ক্যান্ডির পাল্লেকেলে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। নতুন সিরিজ শুরুর আগে বড় দুঃসংবাদই পেল স্বাগতিকেরা। দলটির তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টি-টোয়েন্টি সিরিজে পাচ্ছে না তারা।

গতকালই ক্যান্ডির পাল্লেকেলে ওয়ানডে সিরিজের সবশেষ ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে লঙ্কান একাদশে ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। বাংলাদেশের বিপক্ষে ব্যাট করতে নেমে ডান পায়ে টান পড়ে তার। ব্যাটিং করার বাকিটা সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেছেন তিনি। 

টি-টোয়েন্টি একাদশে কে ফিরলেন, কে বাদ পড়লেন?

ফিল্ডিংয়েও শুরুতে নামেননি এই লেগ স্পিনার। পরে বল করার সময়ও তাকে খোঁড়াতে দেখা গেছে। হাসারাঙ্গার ইনজুরির খবর তখনই অনুমেয় ছিল। এবার এলো আনুষ্ঠানিক বার্তা। ডান পায়ে হ্যামস্ট্রিং চোটে পড়ে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন এই ক্রিকেটার।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিন ম্যাচে মাত্র ৩.৯৮ ইকনোমিতে নিয়েছেন ৯ উইকেট। ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন এই তারকা লেগ স্পিনার। কুড়ি ওভারের ম্যাচে তাকে না পাওয়া শ্রীলঙ্কার জন্য নিশ্চয়ই বড় ধাক্কা।

এদিকে হাসারাঙ্গার জায়গায় এখনো নতুন কোনো ক্রিকেটারকে দলে ডাকেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তার জায়গায় একাদশে থাকা লেগ স্পিনার জেফরি ভেনডারসে সুযোগ পেতে পারেন। ক্যান্ডি ছেড়ে বর্তমানে হাসারাঙ্গা ফিরছেন কলম্বোয়, সেখানে হাই পারফরম্যান্স সেন্টারে তাঁর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, অভিশকা ফার্নান্দো, দাসুন শানাকা, দুনিত ভেল্লালাগে, মহিশ তিকশানা, জেফরি ভেনডারসে, চামিকা করুণারত্নে, মাতিশা পাতিরানা, নুয়ান তুশারা, বিনুরা ফার্নান্দো ও ঈশান মালিঙ্গা।

এমআই