
জাতীয় দলে যে মাপকাঠিতে জায়গা পেলেন সাইফউদ্দিন
খেলা ডেস্ক
১০ জুলাই ২০২৫, ১২:৩২
জিম্বাবুয়ের বিপক্ষে গেল বছর সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। দীর্ঘ ১৩ মাস পরে হঠাৎ করে পরে জাতীয় দলে ডাক পেয়েছেন এই অলরাউন্ডার। জাতীয় দল থেকে বাদ পড়ার লম্বা বিরতিতে সাইফউদ্দিন বলার মতো তেমন কোনো পারফরম্যান্স করেননি।
বিপিএলের সবশেষ মৌসুমে রংপুর রাইডার্স দলে খেলেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। সেখান ১২ ইনিংসে বল করে মাত্র ১২ উইকেট শিকার করেছেন এই ক্রিকেটার। ওভারপ্রতি প্রায় ১০ গড়ে রান খরচ করেছেন তিনি। ব্যাট হাতেও বলার মতো পারফরম্যান্স ছিল না তাঁর। এক ফিফটি ছাড়া নেই কোনো উল্লেখযোগ্য অবদান।
ব্যাট-বলে আহামরি কিছু করতে না পারা সাইফউদ্দিনকে হঠাৎ কেন টি-টোয়েন্টি দলে ডাকা হয়েছে? গতকাল ক্যান্ডিতে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তা পরিষ্কার করেছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।
তিনি বলেছেন, ‘আমার মনে হয় বাংলাদেশ অনেকদিন ধরেই একজন অলরাউন্ডার মিস করছিল। যদিও বা আমরা চেষ্টা করছি সাকিবেকে (তানজিম হাসান) সেই জায়গায় অলরাউন্ডার হিসেবে তৈরি করার এবং সে কয়েকটি ম্যাচে ভালো ব্যাটিং করেছে।’
‘আমার মনে হয় সাইফউদ্দিনও ওই টাইপের প্লেয়ার। যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাটে আপনার ব্যাটিং-বোলিং দুটোই লাগে। তাই আমরা নির্বাচকদের প্যানেল থেকে বা আমরা দল থেকে চেষ্টা করেছি যে তাকে সুযোগ দেয়ার, দেখা যাক সে কী করতে পারে।’-যোগ করেন তিনি।
এমআই