Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশকে ‘না’ বলে ভারতের পরিকল্পনায় নতুন মোড়

বাংলাদেশকে ‘না’ বলে ভারতের পরিকল্পনায় নতুন মোড়

খেলা ডেস্ক

১০ জুলাই ২০২৫, ১৩:২৮

আগামী আগস্ট মাসে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। নানান অজুহাত দেখিয়ে সেই সফরটি এক বছর পিছিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ফাঁকা সময়ে নিজেদের ব্যস্ত রাখতে চায় ভারত। আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের দুইটি সিরিজ খেলার চিন্তা করছে রোহিতদের অভিভাবক সংস্থা।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজওয়্যার জানিয়েছে, আগস্টে শ্রীলঙ্কা সফরে আসতে পারে ভারত। তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলার জন্য শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও বিসিসিআই আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে আইসিসির এফটিপি অনুযায়ী, সমানসংখ্যক ম্যাচ বাংলাদেশের বিপক্ষে খেলার কথা ছিল ভারতের।

এদিকে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শ্রীলঙ্কা তিনটি ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলার জন্য ভারতকে তাদের দেশে আমন্ত্রণ জানিয়েছে। বিসিসিআই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও বিষয়টি নিয়ে আলোচনা করেছে। তবে এশিয়া কাপ আয়োজনের ওপর নির্ভর করে এই সিরিজ খেলা হতে পারে।

আগামী সেপ্টেম্বরে ভারতের মাটিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কার মাটিতে। সেক্ষেত্রে স্বাগতিক ভারতকে পাকিস্তানের বিপক্ষে খেলতে শ্রীলঙ্কায় যেতে হবে। ফলে লঙ্কানদের মাটিতে অগ্রিম প্রস্তুতির জন্য এই সিরিজে খেলার জন্য মুখিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এদিকে আগামী আগস্টে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) হওয়ার কথা ছিল। কিন্তু কাকতালীয়ভাবে তা স্থগিত হয়ে গেছে। ফলে শ্রীলঙ্কার জন্য আগস্টের মধ্যভাগে ফাঁকা সূচি রয়েছে। তবে একই মাসের শেষ দিকে জিম্বাবুয়ের উদ্দেশ্যে পাড়ি জমাবে লঙ্কান ক্রিকেটাররা।

এমআই