
জাকের আলীর খেলা নিয়ে শঙ্কা ও সুখবর
খেলা ডেস্ক
১২ জুলাই ২০২৫, ১৪:৩৯
ব্যর্থতার বৃত্তে আটকা পড়েছে বাংলাদেশ। ক্রিকেটের কোনো ফরম্যাটেই নিজেদের সহজাত খেলাটা খেলতে পারছে না টাইগাররা। বিশেষ করে ব্যাটারদের পক্ষ থেকে বলার মতো সহযোগিতা পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। ফলে পরাজয়টাই যেন টাইগারদের নিত্যকার নিয়তি।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ মানেই ভিন্ন উত্তেজনা। সাম্প্রতিক সময়ে উভয় দেশের ম্যাচ যেন ক্রিকেটের এল ক্ল্যাসিকো। গেল ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ দল। তবে লঙ্কানদের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গিয়ে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশের তিন সংস্করণে নিয়মিত খেলেন, এমন ক্রিকেটার হাতেগোনা। গেল বছর আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হওয়া জাকের আলী ক্রিকেটের তিন ফরম্যাটের নিয়মিত মুখ। ম্যাচ ধরে রাখা, শেষবেলায় বড় শট খেলাসহ জাকিরের মধ্যে নানান গুণ দেখা গিয়েছে।
এমনকি বাংলাদেশি ব্যাটারদের ফর্ম বিবেচনায় জাকের আলী যেন মন্দের ভালো। ম্যাচে জেতানো ইনিংস না খেললেও তিন ফরম্যাটেই টুকিটাকি রান পাচ্ছেন। তবুও এই ক্রিকেটারকে বাদ দিয়ে পাল্লাকেলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ।
ফর্মে থাকা জাকের আলীকে কেন খেলানো হয়নি, তার জবাবে স্পিন কোচ ম্যাচ শেষে জানিয়েছিলেন- ‘জাকের ইনজুরিতে পড়েছে।’ তবে বাঁ ঊরুর মাংসপেশির চোটে জাকের লম্বা সময় ধরে ভুগছেন। একই ইনজুরি নিয়ে তিনি শ্রীলঙ্কা সফরে এত ম্যাচ খেলেছেন। তাহলে কেন প্রথম ম্যাচে ছিলেন না এই ক্রিকেটার?
জানা গেছে, জাকের আলীকে খেলতে হলে উইকেটরক্ষক হিসেবে খেলতে হবে। ইনজুরির কারণে তার ফিল্ডার হিসেবে খেলার সুযোগ নেই। উইকেটরক্ষক জাকের আবার বড্ড সেকেলে। ক্ষিপ্রতা আর দক্ষতায় তিনি লিটন থেকে যোজন পিছিয়ে। ফলে প্রথম টি-টোয়েন্টিতে জায়গা পাননি এই ক্রিকেটার।
জাকের না খেলায় চার ওপেনার ও মিরাজের মতো মন্থর ব্যাটিংয়ের ক্রিকেটার নিয়ে খেলতে নেমেছিল বাংলাদেশ। যেখানে ২৯ বলে ৩২ রান করে অপরাজিত ছিলেন নাইম শেখ। এমন ব্যাটিংয়ে দেশজুড়ে সমালোচনাও হয়েছে বেশ। তাদের কারো পরিবর্তে দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাদশে ফিরবেন জাকের আলী।
তবে সেখানেও থাকছে শর্ত। জাকের আলীকে খেলাতে হয়ে উইকেটরক্ষক হিসেবেই দলে নিতে হবে। সেক্ষেত্রে দস্তনা ছেড়ে ফিল্ডিং করতে হবে লিটনকে। দুর্বল কিপার জাকের আলীর ওপর টিম ম্যানেজমেন্ট আস্থা রাখবে কি না, এটাই দেখার বিষয়।
এমআই