
অভিজ্ঞতা না থাকলেও অধিনায়ক হতে আগ্রহী তাইজুল
খেলা ডেস্ক
১৫ জুলাই ২০২৫, ১৫:৪৭
আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই অধিনায়কত্বের দায়িত্ব পালন করেননি তাইজুল ইসলাম। ঘরোয়া ক্রিকেটেও এই খেলোয়াড়কে কখনো নেতৃত্ব দিতে দেখা যায়নি। সেই তাইজুলই বাংলাদেশ টেস্ট দলকে নেতৃত্ব দিতে আগ্রহ প্রকাশ করেছেন। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে নিজেই এ কথা জানিয়েছেন তাইজুল।
ক্রিকবাজকে তাইজুল বলেন, ‘আমার মতে অধিনায়ককে জায়গাটা ছেড়ে দেওয়া গুরুত্বপূর্ণ এবং তার বলা কথা সেভাবে মূল্যায়ন করা উচিত। কারণ অধিনায়কের ওপর যখন আমরা ভরসা করে খেলি তখনই দল ভালো করে।’
অধিনায়কের প্রস্তাব পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার অভিজ্ঞতা আছে, এমন কোনো অপশন নেই যা আমার ভেতর অনুপস্থিত। দলের প্রয়োজনে এমন কিছু নেই, যা আমি করতে পারব না। তবে বিষয়টি এমনও নয় যে, আমি (টেস্টের নেতৃত্ব) এর জন্য প্রলুব্ধ।’
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হতেই আচমকা এই ফরম্যাটের নেতৃত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের কাছাকাছি সময়ে কোনো টেস্ট ম্যাচও নেই। ফলে নতুন করে লাল বলের অধিনায়ক ঘোষণা করেনি বিসিব। তবে বাকি দুই ফরম্যাটে আলাদা অধিনায়ক রয়েছে বাংলাদেশের।
টেস্টে নতুন অধিনায়কের নাম ঘোষণা করার আগে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সাদা পোশাকে ইতোমধ্যে ৫৫ ম্যাচ খেলেছেন এই স্পিনার। যেখানে ২৩৭ উইকেট শিকার রয়েছে তার। তবে জাতীয় দলে সাকিব না খেলায় তাইজুলের জায়গাটা আরও পাকাপোক্ত হয়েছে।
এমআই