
পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা
খেলা ডেস্ক
১৭ জুলাই ২০২৫, ১৭:১২
শ্রীলঙ্কার পর এবার পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। মিরপুরের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া তিন ম্যাচের এই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সিরিজের ১৬ সদস্যের স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি লিটনদের অভিভাবক সংস্থা।
আজ (বৃহস্পতিবার) বিসিবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ১৬ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করা হয়। শ্রীলঙ্কা সিরিজে আহামরি পারফরম্যান্স না করতে পারলেও দলটিতে রয়েছেন নাইম শেখ ও মেহেদী হাসান মিরাজ। লঙ্কানদের বিপক্ষে খেলার সুযোগ না পাওয়া নাসুমকেও রাখা হয়েছে এই একাদশে।
লিটনের নেতৃত্বে এ দলের ব্যাটিং বিভাগ সামলাবেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক। অলরাউন্ডার ক্যাটাগরিতে দলে রয়েছেন শামিম হোসেন পাটোয়ারী ও মেহেদী হাসান মিরাজ।
দলটির বোলিং বিভাগের নেতৃত্ব দেবেন মোস্তাফিজুর রহমান। এছাড়া ফাস্ট বোলার হিসেবে আরও রয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব। স্পিন বিভাগ সামলাবেন শেখ মেহেদী, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।
আগামী ২০ জুলাই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২২ ও ২৪ জুলাই। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের টি-টোয়েন্টি একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।
এমআই