
১১ ছক্কা ১১ চারে ইংলিশ ব্যাটারের বিশ্ব রেকর্ড!
খেলা ডেস্ক
১৮ জুলাই ২০২৫, ১৩:৫৮
লক্ষ্যটা বেশ বড়। ১২০ বলে করতে হবে ২২১ রান। তবে ৪ উইকেট ও ৪ বল হাতে রেখে এই লক্ষ্য ছাড়িয়ে যায় ভাইটালিটি ব্লাস্টের দল এসেক্স। দলটির জয়ের নায়ক ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার জর্ডান কক্স। ১১ ছক্কা ১১ চারে বিশ্ব রেকর্ড গড়ার পাশাপাশি দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।
ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা ভাইটালিটি ব্লাস্টে গতকাল হ্যাম্পশায়ারের মুখোমুখি হয়েছিল এসেক্স কাউন্টি ক্রিকেট লিগ। টসে হেরে শুরুতে ব্যাটিং করে হ্যাম্পশায়ার ক্রিকেট। ওপেনার টবি আলবার্ট ও মিডলঅর্ডার ব্যাটার ক্যাটরাইটের ফিফটিতে ২২০ রানের বড় সংগ্রহ তোলে হ্যাম্পশায়ার।
জবাবে এসেক্সের শুরুটা ভালো হয়নি। মাত্র ৩৯ রানের মাথায় ২ উইকেট হারায় দলটি। এরপর এসেক্সের হাল ধরেন উইকেটরক্ষক ব্যাটার জর্ডান কক্স। তিনে নামা এই ব্যাটার ১১ ছক্কা ও ১১ চারে ৬০ বলে অপরাজিত ১৩৯ রানের ইনিংস খেলেন তিনি। তাতে ৪ বল হাতে রেখেই ২২১ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে এসেক্স।
ম্যাচ জয়ের দিনে বিশ্ব রেকর্ডে নাম লেখান দলটির ব্যাটার জর্ডান কক্স। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের কোনো উইকেটরক্ষক ব্যাটারের এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রান। এর আগে এই রেকর্ড ছিল ইংলিশ উইকেটকিপার ফিল সল্টের। ২০২৩ সালে ইংল্যান্ডের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৯ রান করেন তিনি।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে অবশ্য সর্বোচ্চ রান অবশ্য ব্রেন্ডন ম্যাককালামের। ২০০৮ আইপিএলের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৭৩ বলে অপরাজিত ১৫৮ রানের ইনিংস খেলেন তিনি। এরপর ১৭ বছর অতিবাহিত হলেও ম্যাককালামের রেকর্ড ভাঙতে পারেননি কোনো ক্রিকেটার।
উল্লেখ্য, ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলেছেন কক্স। গেল বছর জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল তার। তবে ব্যাট হাতে আহামরি কিছু না করায় দলে জায়গা থিতু করতে পারেননি তিনি। এর মাঝে টেস্ট দলে ডাক পেলেও চোটের কারণে খেলা হয়নি এই ক্রিকেটারের।
এমআই