Advertisement
Us Bangla Airlines
রেকর্ড গড়ে জেতা হলো না রংপুরের, পরাজয়ে সমাপ্তি

রেকর্ড গড়ে জেতা হলো না রংপুরের, পরাজয়ে সমাপ্তি

খেলা ডেস্ক

১৯ জুলাই ২০২৫, ১২:২২

টি-টোয়েন্টি ক্রিকেটে ১৬৪ রান বড় কিছু নয়। তবে গায়ানার মাটিতে এটা অবশ্যই বড় সংগ্রহ। গ্লোবাল সুপার লিগে (জিএসএল) প্রাথমিক পর্বের তিন ম্যাচে অপরাজিত থাকা রংপুর কোনো ম্যাচেই ১৬৪ রান করেননি। কিন্তু ফাইনাল ম্যাচে ১৬৪ রান করেও হার গুণতে হয়েছে নুরুল হাসান সোহানদের।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আজ জিএসএলের ফাইনালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হয়েছিল রংপুর। শুরুতে ব্যাটিং করতে নেমে ১৯৬ রান করে স্বাগতিক গায়ানা। জবাবে ১৬৪ রানেই সব উইকেট হারায় রংপুর রাইডার্স। ফলে ৩২ রানের জয় নিয়ে জিএসএলে এবার শিরোপা জিতে নেয় গায়ানা।

ফাইনালে ওঠে মোটা অঙ্কের বোনাস পেলেন সৌম্য-সোহানরা

বল হাতে এদিন আহামরি কিছু করতে পারেনি রংপুর। খালেদ, কামরুলদের উড়িয়ে জিএসএলের ইতিহাসে সর্বোচ্চ রান করে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। জবাবে প্রত্যাশিত শুরু পায়নি রংপুর রাইডার্স। মাত্র ২৯ রানে ৩ উইকেট হারায় নুরুল হাসান সোহানের দল।

ইব্রাহিম জাদরান, কাইল মেয়ার্স ও সৌম্য সরকারের মতো গুরুত্বপূর্ণ ৩ ব্যাটসম্যানকে হারিয়ে রানের চাকা সচল করতে পারেনি রংপুর। ১০ ওভার শেষে তাদের স্কোর ছিল ৬৫/৩। এরপর দলের হাল ধরেন সাইফ হাসান ও ইফতেখার আহমেদ। ইফতিখার আহমেদকে সঙ্গে নিয়ে ৪৪ বলে ৭৩ রানের জুটি গড়েন সাইফ হাসান। 

২৬ বলে ৪১ রান করা সাইফ ১৩তম ওভারে রান আউট হওয়ার পর মূলত ম্যাচ থেকে ধীরে ধীরে ছিটকে পড়ে রংপুর। এরপর পরবর্তী তিন ওভারের মধ্যে মাত্র ২৩ রান তোলার পথে ৪ উইকেট হারায় সোহানের দল। ২৯ বলে ৪৬ রানে আউট হন ফর্মে থাকা ইফতিখার। 

শেষদিকে কেবল হারের ব্যবধানই কমিয়েছে রংপুরের ব্যাটাররা। ১৭ বলে ৩০ করা মাহিদুল আউট হন ২০তম ওভারের প্রথম বলে। শেষ ওভারে ম্যাচ ৪০ রানের সমীকরণে নেমে আসায় ততক্ষণে অবশ্য ম্যাচ থেকে ছিটকে পড়েছে রংপুর। কামরুল রাব্বিকে আউট করে ৩২ রানের বড় জয় পায় গায়ানা।

তিন ম্যাচে তিন জয়, শিরোপা জয়ের লড়াইয়ে রংপুর

গ্লোবাল সুপার লিগের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ১৭৮ রান হয়েছিল। গেল বছরের ফাইনালে সেই রেকর্ড গড়েছিল রংপুর রাইডার্স। এবার সোহানদের টপকে ১৯৬ রানের সংগ্রহ তোলে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। তাতে রংপুরকে আজ রেকর্ড গড়েই জিততে হতো। তবে পরাজয়েই সমাপ্তি টানলো গ্রুপ পর্বের অপারজেয় সোহানরা।

এমআই