
জিএসএলের ফাইনালে হেরে কত টাকা পেল রংপুর রাইডার্স
খেলা ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ১৭:১১
গ্লোবাল সুপার লিগে (জিএসএল) প্রথমবার অংশ নিয়েই শিরোপা জিতেছিল রংপুর রাইডার্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো অংশ নিয়েছে বিপিএলের দলটি। টুর্নামেন্টের শুরুটা ভালোই হয়েছিল রংপুরের। রাউন্ড রবিন লিগের তিন ম্যাচের তিনটাই জিতেছে নুরুল হাসান সোহানের দল।
শুরুর তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আজ জিএসএলের ফাইনালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হয়েছিল সোহানরা। তবে বোলিং-ব্যাটিংয়ের ব্যর্থতায় শিরোপা নির্ধারণী ম্যাচে হেরে বসেছে গত আসরের চ্যাম্পিয়নরা।
ফাইনাল ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে ১৯৬ রান করে স্বাগতিক গায়ানা আমাজন ওয়ারিয়র্স। যা জিএসএলের ইতিহাসে কোনো দলের সর্বোচ্চ স্কোর। গায়ানা ইতিহাস গড়া লক্ষ্যের জবাবে ১৬৪ রানেই সব উইকেট হারায় রংপুর রাইডার্স। ফলে ৩২ রানের জয় নিয়ে জিএসএলে এবার শিরোপা জিতে নেয় গায়ানা।
ফাইনালে হারলেও মোটা অঙ্কের টাকা পেয়েছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার্স। টুর্নামেন্টের রানার্সআপ দল হিসেবে রংপুরকে আড়াই লাখ ডলার পুরস্কার দিয়েছে জিএসএল কর্তৃপক্ষ। বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ৪ লাখ ২৫ হাজার টাকা। যা বিপিএলের চ্যাম্পিয়ন দলের পুরস্কারের চেয়েও বেশি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চ্যাম্পিয়ন দলের ২ কোটি টাকা নির্ধারণ করেছিল বিসিবি। যদিও গত আসরে আরও ৫০ লাখ টাকা বাড়িয়ে আড়াই কোটি টাকা দেওয়া হয়েছিল। যেখানে জিএসএলের রানার্স আপ দলই ৩ কোটি টাকার বেশি পুরস্কার পেয়েছে।
গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন দল হিসেবে গায়ানা পেয়েছে ৫ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৬ কোটি ৮৫ হাজার টাকা। এ ছাড়া এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক, টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেটশিকারিকে এক হাজার ডলার প্রদান করা হয়েছে।
টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হওয়া গায়ানার অধিনায়ক ইমরান তাহির পেয়েছেন ২ হাজার ডলার।
এমআই